রায়গঞ্জে শুরু হল টেবিল টেনিস প্রতিযোগিতা

রায়গঞ্জে শুরু হল টেবিল টেনিস প্রতিযোগিতা
27 Dec 2022, 01:45 PM

রায়গঞ্জে শুরু হল টেবিল টেনিস প্রতিযোগিতা

 

তন্ময় চক্রবর্তী, রায়গঞ্জ

 

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সদর এ শুরু হলো রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। এই টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ। উপস্থিত ছিলেন রায়গঞ্জ মহকুমা শাসক কিংশুক মাইতি, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতুল বন্ধু লাহিড়ী টেবিল টেনিস এসোসিয়েশনের সম্পাদক অঞ্জন রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

 রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়ন এর উদ্বোধনে এসে জাতীয় টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ বলেন, রায়গঞ্জে একসময় তিনি খেলতে এসেছিলেন। রায়গঞ্জ শহরে রাজ্য টেবিল টেনিস হওয়ায় বহু প্রতিভাবান খেলোয়াড় রাজ্য ও জাতীয় দলে খেলার সুযোগ পাবে। তারই সঙ্গে তাঁর অভিমত, ‘‘এখানে নিয়মিত কোচিংয়ের প্রয়োজন। মাঝে মধ্যে ভালো কোচ পাঠিয়ে কোচিং দেওয়া। তবে এটাও ঠিক, এখানে কেউ ভালো খেললে জাতীয় দলেও সূযোগ পাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা নেই। আগেও বহু খেলোয়াড় এখান থেকে উঠেছে।’’

উল্লেখ্য, রাজ্য টেবিল টেনিস প্রতিযোগিতায় অনেকগুলো বিভাগের খেলা অনুষ্ঠিত হবে। জুনিয়ার, সিনিয়ার থেকে ভেটেরান। সারা রাজ্য থেকে মোট ৮০০ জন টেবিল টেনিস খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আগামী 29 ডিসেম্বর পর্যন্ত চলবে এই খেলা।

Mailing List