নেতাই এ গেলেন না শুভেন্দু!

নেতাই এ গেলেন না শুভেন্দু!
07 Jan 2023, 11:40 PM

নেতাই এ গেলেন না শুভেন্দু!

  

আনফোল্ড বাংলা প্রতিবেদন: গত বছর নেতাই দিবস উপলক্ষে শুভেন্দু নেতাই যাওয়ার সময় মাঝপথে বাধা দেয় পুলিশ। নেতাইয়ে ঢুকতে দেওয়া হয়নি শুভেন্দু অধিকারীকে। যাকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সেই বছর। পুলিশ প্রশাসনের তরফে তাঁকে নেতাই প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ এনে সোচ্চার হয়েছিলেন শুভেন্দু। তৃণমূল এবং অন্যান্য সংগঠনগুলি পৃথক পৃথকভাবে নেতাই দিবস পালন করেছিল সে বছর। পৃথক ভাবে নেতাই দিবস স্মরণে কর্মসূচি ছিল রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর। কিন্তু পুলিশী বাধার ফলে ঢুকতে পারেননি নেতাই গ্রামে। এরপর রাজ্যপালের তরফে ডিজির কাছে রিপোর্ট তলবও করা হয়েছিল।

কিন্তু এবছর আর নেতাই গেলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নেতাই যাবেন কি যাবেন না এই নিয়ে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছিল রাজনৈতিক মহলে। কিন্তু অবশেষে সকল কৌতূহলের অবসান। নেতাই দিবসে এবছর আর নেতাই গেলেন না শুভেন্দু অধিকারী। তৃণমূলের তরফে যথারীতি পালিত হল নেতাই শহীদ দিবস। উপস্থিত ছিলেন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী, মন্ত্রী মানস ভূঁইয়া, বনদপ্তরের মন্ত্রী বীরবাহা হাঁসদা, প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, পশ্চিম মেদিনীপুর জেলা কোঅর্ডিনেটর অজিত মাইতি প্রমুখরা।

Mailing List