কচ্ছ সীমান্তে সন্দেহভাজন পাক যুবক গ্রেফতার

কচ্ছ সীমান্তে সন্দেহভাজন পাক যুবক গ্রেফতার
আনফোল্ড বাংলা প্রতিবেদন: কচ্ছ সীমান্তে সন্দেহভাজন এক পাকিস্তানের যুবককে গ্রেফতার করল সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। সংবাদসংস্থা সূত্রে খবর, ধৃত পাক যুবকের নাম মেহবুব আলি। বয়স তিরিশ। কচ্ছ সীমান্ত এলাকায় এই যুবককে সন্দেহজনকভাবে ঘোরা ফেরা করতে দেখা যায়। বিএসএফের জওয়ানরা যুবককে দেখতে পেয়েই জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদেই জানা যায় যুবকের নাম। যুবকটি বলেন, তিনি কাঁকড়া ও পাখি ধরতে ভারতে ঢুকে পড়েছিলেন। তাঁর কাছ থেকে একটি পেঁচা উদ্ধার করা হয়েছে। বিএসএফ সূত্রে খবর, কচ্ছ সীমান্তের কাছে ‘হরামী নালা’ নামের একটি খাল আছে। এই খালটি দুই দেশের মাঝে সীমান্তরেখার মতো কাজ করে। তার কাছেই যুবকটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। নালা পেরিয়ে ভারতে চলে এসেছিল ধৃত ব্যক্তি। গ্রেফতার করার পর তার জিজ্ঞাসাবাদ চলছে। বিশেষ করে তাঁর উদ্দেশ্য ঠিক কী ছিল, সেটাই জানার চেষ্টা করছেন জওয়ানরা। সত্যিই কী সে পাখি ধরতে ভারতে এসেছিল নাকি অন্য কোনও উদ্দেশ্য ছিল, সেটাই জানার চেষ্টা চলছে। হরামী নালায় সীমান্ত লঙ্ঘনের চেষ্টা আগেও হয়েছে। পাকিস্তানের নৌকা বহুবার নালা পেরিয়ে ভারতে চলে আসে। আর বিএসএফ সেগুলি আটক করে। সম্প্রতি হরামী খাল দেখতে পা রেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এখানে তিনি একটি নজরদারির ঘাঁটিও উদ্বোধন করেছেন। সেখান থেকেই যুবককে গ্রেফতার করা হয়েছে।


