Sushmita Sen: ফ্যাশন হোক প্রকৃতি রক্ষাকারী! এমনই বললেন সুস্মিতা সেন

Sushmita Sen: ফ্যাশন হোক প্রকৃতি রক্ষাকারী! এমনই বললেন সুস্মিতা সেন
20 Nov 2023, 03:15 PM

Sushmita Sen: ফ্যাশন হোক প্রকৃতি রক্ষাকারী! এমনই বললেন সুস্মিতা সেন

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ ডিজিটাল যুগে তারকারা কবে কী পরছেন, কোথায় যাচ্ছেন, কী খাচ্ছেন- সবই অনুরাগীদের চোখে ধরা পড়ে। কিছুদিন আগে আলিয়া ভাট (Alia Bhat)তার বিয়ের শাড়ি পরেই হাজির হয়েছিলেন জাতীয় পুরস্কারের মঞ্চে। সুস্মিতা সেন একটি ইভেন্টে গিয়েছিলেন তাঁর ২০০৪ সালের একটি পুরনো শাড়ি পরে। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন সাসটেইনেবল ফ্যাশনের বিষয়ে।
সুস্মিতা (Susmita Sen)বলিউডে ফ্যাশনের ট্রেন্ডসেটার। "ম্যায় হুঁ না" ছবিতে সেই কেমিস্ট্রি দিদিমনির কথা কেউ ভোলেনি। তবে শুধু ছবিতে নয়, বাস্তবেও শাড়ি পরতে ভালবাসেন নায়িকা। বাঙালি হিসেবেও শাড়ির প্রতি তাঁর টান গভীর। এই দীপাবলিতেই গাঢ় সবুজ রঙের শিফনে ধরা দিয়েছিলেন। পরনে ছিল পান্না ও হিরের ভারী গয়না।
এর আগেও একটি অনুষ্ঠানে গোলাপি শাড়িতে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিল ভারী এমব্রয়ডারি করা ফুলহাতা ব্লাউজ।
সম্প্রতি তাঁর চর্চিত বয়ফ্রেন্ডের সঙ্গে দিওয়ালির একটি পার্টিতে দেখা গিয়েছিল নায়িকাকে। সেখানে সিকুইনের কাজ করা একটি শিফন শাড়ি পরেছিলেন, যা তিনি ২০০৪ সালে কফি উইথ করণ সিজন ১- এ পরেছিলেন। আসলে পোশাকের পুনর্ব্যবহারে তিনি সচ্ছন্দ। এবং মনে করেন না এতে কোনও ভুল আছে। তার মতে এতে কার্বন ফুটপ্রিন্ট কমে। পরিবেশ রক্ষা পায়।

Mailing List