মেয়াদ শেষ, যাদবপুর থেকে বিদায় নিচ্ছেন সুরঞ্জন দাস কোথায় যাচ্ছেন তিনি?

মেয়াদ শেষ, যাদবপুর থেকে বিদায় নিচ্ছেন সুরঞ্জন দাস কোথায় যাচ্ছেন তিনি?
আনফোল্ড বাংলা প্রতিবেদন: মেয়াদ শেষ হয়েছিল আগেই। কিন্তু বিকল্প না মেলায় তারপর আরও তিন মাস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন সুরঞ্জন দাস (suranjan das)। বুধবার শেষ হল তারও মেয়াদ। ফলে বৃহস্পতিবার থেকে তিনি আর যাদবপুরের উপাচার্য থাকছেন না। সূত্রের খবর, অবসর নিয়ে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগ দিতে চলেছেন তিনি।
২০১৫ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (jadavpur university) উপাচার্য হিসেবে যোগ দেন সুরঞ্জন দাস। তার আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য থাকাকালীন অধ্যাপক নিগ্রহের মতো ঘটনা ঘটে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে হস্তক্ষেপের অভিযোগে সেনেট হলে অবস্থানরত শিক্ষক, শিক্ষাকর্মীদের ওপর নিগ্রহ হয়। যার নেতৃত্বে ছিলেন শাসক দলের ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা ওই ঘটনায় সুরঞ্জনের বিবৃতি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। যা নিয়ে সরব হয় শিক্ষামহল। ২০২১ সালে রাজ্য এবং রাজ্যপাল সংঘাতের আবহে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সুরঞ্জন দাসের মেয়াদ আরও ২ বছর বাড়ানো হয়। কিছু দিন আগে তিনি দেশের ৮০০ টি বিশ্ববিদ্যালয়ের মিলিত সংগঠন ‘অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি’র ১০১তম সভাপতি নির্বাচিত হন। কলকাতা ও যাদবপুরের মতো দু'দুটি দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ পদে বসে অনন্য নজির স্থাপন করেন তিনি। সূত্রের খবর, এবার তিনি যোগ দিচ্ছেন অ্যাডামাস ইউনিভার্সিটিতে (adamas university)।


