সেপ্টেম্বর মাস থেকে এশিয়া কাপের প্রস্তুতি শুরুর কথা ছিল সুনীলদের, কিন্তু ফিফার ঘোষণায় চরম দুশ্চিন্তায় ভারতীয় ফুটবল

সেপ্টেম্বর মাস থেকে এশিয়া কাপের প্রস্তুতি শুরুর কথা ছিল সুনীলদের, কিন্তু ফিফার ঘোষণায় চরম দুশ্চিন্তায় ভারতীয় ফুটবল
19 Aug 2022, 06:45 PM

সেপ্টেম্বর মাস থেকে এশিয়া কাপের প্রস্তুতি শুরুর কথা ছিল সুনীলদের, কিন্তু ফিফার ঘোষণায় চরম দুশ্চিন্তায় ভারতীয় ফুটবল

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: সেপ্টেম্বর মাসের ভিয়েতনাম সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় ফুটবল দলের। এই সফরের দুটি প্রদর্শনী ম্যাচ খেলারও কথা ছিল সুনীল ছেত্রীদের। কিন্তু শেষ পর্যন্ত তা কী হবে তা নিয়ে চিন্তায় সকলে। কারণ, ভারতীয় ফুটবলকে সাসপেন্ড করেছে ফিফা। বিষয়টি এখন আদালতের বিচারাধীন। শেষ পর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে সকলে।

 নতুবা ইগর স্টিমাচের প্রশিক্ষণাধীন ভারতীয় দল ২২ সেপ্টেম্বর ভিয়েতনামে যাওয়ার কথা ছিল। সেখানে ২৪ সেপ্টেম্বর প্রথম আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল সিঙ্গাপুরের বিরুদ্ধে। ২৭ সেপ্টেম্বর প্রতিপক্ষ থাকার কথা ছিল ভিয়েতনাম। এরপর ২৮ সেপ্টেম্বর ভিয়েতনাম থেকে দেশে ফিরে আসার কথা ছিল ভারতীয় দলের। বিশ্বে ফিফা ক্রমতালিকা অনুযায়ী ভারত রয়েছে ১০৪ নম্বরে। ভিয়েতনাম রয়েছে ৯৭ নম্বরে। সিঙ্গাপুরের অবস্থান ১৫৯-এ। ফলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভিয়েতনামের বিরুদ্ধে নামার আগে সিঙ্গাপুর ম্যাচে শক্তি যাচাই করে নিতে পারতেন ফুটবলাররা। কিন্তু এখন সবকিছুই ঝুলে গেল।

এই মামলার শুনানি ছিল ১৭ আগষ্ট। কিন্তু পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে ভারতের ফুটবল ফেডারেশনের নির্বাসন সংক্রান্ত শুনানি। বুধবার এই মামলার শুনানিতে কেন্দ্রের সলিসেটর জেনারেল তুষার মেহতা জানিয়েছিলেন, ফিফার সঙ্গে আলোচনা চালাচ্ছে কেন্দ্র। আলোচনার ফল কি দাঁড়াচ্ছে সেটা জানতে আরো কয়েকজন অপেক্ষা করতে হবে। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।বুধবার সকালে সবার প্রথমে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, এএস বোপান্না এবং জেবি পার্ডিওয়ালার বেঞ্চে ফেডারেশনের নির্বাসন মামলাটি ওঠে।

 

সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সমস্যা সমাধানের জন্য বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কেন্দ্র। আলোচনার ফল কি দাঁড়াচ্ছে তা জানতে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এরপর সলিসিটর জেনারেল আদালতে সোমবার অর্থাৎ ২২ অগাস্ট পরবর্তী শুনানি রাখার অনুরোধ জানান। তাঁর আবেদনে সাড়া দিয়ে পিছিয়ে দেওয়া হয়েছে শুনানি।তুষার মেহতা এক্ষেত্রে আগামী সোমবার পর্যন্ত শুনানি মুলতুবি রাখার অনুরোধ জানান, যা গৃহীত হয়।

 

সলিসিটর জেনারেল জানান, 'গতকাল সরকার নিজেরাই বিষয়টায় নজর দেয়। ফিফার সঙ্গে আমাদের ২টি মিটিং হয়েছে। আলোচনা একটা পর্যায়ে পৌঁছেছে। এটাও বলতেই হয় যে, কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স এই আলোচনায় সক্রিয় ভূমিকা নিয়েছে।'আবেদনের প্রেক্ষিতে বুধবারই শুনানির দিন ঘোষণা করে শীর্ষ আদালত। এদিন শীর্ষ আদালতের শুনানির দিকেই তাকিয়ে ছিল গোটা দেশের ফুটবল মহল। তবে সেই শুনানি স্থগিত হয়ে গেল বুধবার। সোমবার, অর্থাৎ ২২ আগস্ট হবে এই মামলার পরবর্তী শুনানি। কাজেই এখনও ঝুলে রইল ভারতীয় ফুটলের ভাগ্য। পাশাপাশি অনুর্ধ্ব ১৭ মহিলা ফুটবল বিশ্বকাপ আয়োজন নিশ্চিত করতে এবং ভারতীয় ফুটবল ফেডারেশনের উপর ফিফার নির্বাসন প্রত্যাহার করতে কেন্দ্রকে কেন্দ্রকে সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Mailing List