গরমের ছুটি শেষ, কবে খুলছে প্রাথমিক স্কুল, কবেই বা মাধ্যমিক? মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষক-অশিক্ষক কর্মীদের জন্য নতুন নির্দেশও দিল

গরমের ছুটি শেষ, কবে খুলছে প্রাথমিক স্কুল, কবেই বা মাধ্যমিক? মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষক-অশিক্ষক কর্মীদের জন্য নতুন নির্দেশও দিল
আনফোল্ড বাংলা প্রতিবেদন: গরমের ছুটি শেষ। এবার খুলে যাচ্ছে সমস্ত স্কুল। ৫ জুন থেকে খুলছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুল। আর ৭ জুন থেকে খুলবে প্রাথমিক স্কুল। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়ে দিন সরকার।
গরমের ছুটির পর রাজ্যের স্কুলগুলি কবে খুলবে, বিদ্যালয় শিক্ষা দফতরের কাছে চিঠি পাঠিয়ে তা জানতে চেয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। অত্যধিক গরমের কারণে ২রা মে থেকে রাজ্যের স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছিল। সরকারি নির্দেশিকায় তখন স্কুল খোলার ব্যাপারে কিছু জানানো হয়নি। পর্ষদের বার্ষিক ছুটির সূচি অনুযায়ী, ৪ঠা জুন গরমের ছুটি শেষ হওয়ার কথা। সেই হিসেবে ৫ই জুন থেকে স্কুল খোলা হবে কিনা, শিক্ষা দফতরের কমিশনারের কাছে লেখা চিঠিতে তা জানতে চাওয়া হয়।
ইতিমধ্যেই সিদ্ধান্তের কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হল। তাতে বলা হয়েছে, ৫ জুন থেকে খুলছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুল। আর ৭ জুন থেকে খুলবে প্রাথমিক স্কুল।
শুধু স্কুল খুলছে, তা-ই নয়। এবার বেশ কিছু নতুন নিয়মের কথাও জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ (Madhyamik shiksha parshad)। পর্ষদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগাম গরমের ছুটি পড়ে যাওয়ায় পড়াশোনার ক্ষতি হয়েছে, তা পূরণ করতে স্কুল খুললে অতিরিক্ত ক্লাস নিতে হবে শিক্ষকদের। অনুমতি না নিয়ে স্কুল চত্বরের বাইরে যাওয়া যাবে না। টিফিন বিরতির সময় কী ভাবে কাজে লাগানো হবে, তা প্রধান শিক্ষকের নির্দেশ অনুযায়ী হবে।


