সুমনের কবিতা- প্রাণ ভাসে, যে রাতে চাঁদ উঠবে না

14 May 2023, 12:40 PM
সুমনের কবিতা- প্রাণ ভাসে, যে রাতে চাঁদ উঠবে না
সুমন ঘোষ
প্রাণ ভাসে
প্রাণ ভাসে নাগরিক জলে
আকাশটা তো পুড়ছে
গাছ গাছালি পাখ পাখালি
তবুও কেমন ঘুরছে
জ্বলছে কে যেন?
ভাবতে গিয়ে মুখটা ঝাপসা আসে
সমুদ্র মাঝে জলীয় বাস্প
দানা বাঁধছে, ঝটকা মারবে
গোমড়া মুখে গালে হাত
আমি উপকূল পাশে।
..........
যে রাতে চাঁদ উঠবে না
যে রাতে চাঁদ উঠবে না
প্রতিটি আমার হোক
প্রতিটি অমাবস্যায় আমি অমৃত পান করি যে
শুধু চাঁদের আলোর ঝলকানিতে মন ভরে
পেট ভরে কৈ
যে মন মরেছে অনেক আগে
সে চাঁদের খোঁজে হন্যে হয় না
যে রাতে চাঁদ উঠবে না
প্রতিটি আমার হোক
....


