সুমনের কবিতা: কাউকে লাইক দিই না

17 Sep 2023, 03:15 PM
কাউকে লাইক দিই না
সুমন ঘোষ
আমি এখন আর কাউকে লাইক দিই না
না, পছন্দ হয়নি বলে নয়
ওই লাইক তার অপছন্দের কারণ হতে পারে
এখন আমি আর কমেন্টও করি না
যোগ্য নয় এমন ভাবার কারণ নেই
আসলে আমার কমেন্ট তার বা তার কোনও ঘনিষ্ঠজনের অপছন্দের কারণ হতে পারে
এখন আমি লাইক, কমেন্ট পেরিয়ে মন নিয়ে ঘুরে বেড়ায়
মিলে গেলে ভালো
না মিললেও আপত্তি নেই
আমি কখনোই সমুদ্রের ঢেউ গোনা ছাড়বো না
অঙ্কে কেউ বোকা বললেও
জীবন ঢেউ সমুদ্র সৈকত ছাড়িয়ে আমাকে আরও গভীরে নিয়ে যায়
রাতের অন্ধকারেও আমি তাই ঢেউ গুনে চলি
লাইক, কমেন্ট তবু থেকে যাবে
প্রতিদিনের ব্যবহারের মতো
যেটা আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি
কোনও কারণ না বুঝেই।


