পছন্দ মতো বয়ান দেওয়ানোর জন্য চাপ দিচ্ছে ইডি, আদালতে অভিযোগ কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রর

পছন্দ মতো বয়ান দেওয়ানোর জন্য চাপ দিচ্ছে ইডি, আদালতে অভিযোগ কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রর
আনফোল্ড বাংলা প্রতিবেদন: কুন্তল ঘোষের পর ফের ইডির বিরুদ্ধে অভিযোগ তুললেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত আরও এক অভিযুক্ত কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা। আদালতের নির্দেশে আপাতত ১৪ দিনের ইডি হেফাজতে তিনি। সেখান থেকেই আদালতে তাঁর অভিযোগ, ইডি তাঁকে অপরাধ কবুল করে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। সঙ্গে তাঁদের পছন্দ মতো বয়ান দেওয়ানোর জন্য জোরজার করা হচ্ছে। এই অভিযোগ তুলে বিচারভবনে আবেদন করেছেন তিনি। একই সঙ্গে নিজের আইনজীবীর সঙ্গে দেখা করার অনুমতিও চেয়েছেন সুজয়কৃষ্ণ।
অভিযোগ, হেফাজতে থাকাকালীন তাঁর আইনজীবী তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিন্তু তাঁকে ফিরিয়ে দিয়েছে ইডি। আইনজীবীর সঙ্গে নির্দিষ্ট সময়ের ব্যবধানে দেখা করার অনুমতি চেয়েছেন তিনি। আইনজীবী মারফত জানিয়েছেন, ‘কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, ১৯৭৩’-এর ৪১ডি ধারা অনুযায়ী ইডির জেরার সময় আইনজীবীকে পাশে পাওয়ার অধিকার তাঁর রয়েছে। তাঁর আবেদনের ভিত্তিতে কালীঘাটের কাকুকে আইনজীবীর সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছেন বিচারক। আদালত জানিয়েছে, এক দিন অন্তর ৩০ মিনিটের জন্য তিনি তাঁর আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন। গত ৩১ মে ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে ইডি। আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে তাঁকে ১৪ জুন পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।


