সরকারি জেলা হাসপাতালে বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা, চাঞ্চল্য নদিয়ায়

সরকারি জেলা হাসপাতালে বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা, চাঞ্চল্য নদিয়ায়
কুহেলি দেবনাথ, কৃষ্ণনগর
সরকারি হাসপাতালের বাথরুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক বৃদ্ধা! ঘটনাটি ঘটেছে নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ফিমেল মেডিক্যাল ওয়ার্ড এ ভর্তি থাকা এক বৃদ্ধা হাসপাতালের বাথরুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম ভানুমতী সরকার (৬০)। হাঁসখালি থানার জয়পুর এলাকার বাসিন্দা। চিকিৎসার জন্য শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি ছিলেন ওই বৃদ্ধা মহিলা। আজ, রবিবার বাথরুমের মধ্যে তার ঝুলন্ত দেহ দেখতে পায় রোগীর আত্মীয়রা। তারপর খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত দেহ উদ্ধার করে। কি কারণে হাসপাতালের শৌচালয় এর মধ্যে আত্মহত্যার ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয়।
পরিবার সূত্রে খবর, দীর্ঘ দিন যাবৎ শারীরিক অসুস্থতার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন বৃদ্ধা। সেই কারণে মানসিক অবসাদ থেকে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। যদিও এই ঘটনা নিয়ে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এসইউসিআই সংগঠন। তাঁদের দাবি, চিকিৎসার গাফিলতিতে কারণেই মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন তিনি। তারই সঙ্গে প্রশ্ন তুলেছেন, হাসপাতালে কিভাবে একজন আত্মহত্যা করতে পারে। নজরদারির এত অভাব কেন? যদিও এব্যাপারে এখনও হাসপাতাল কর্তৃপক্ষ প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



