শুটিংয়ে ভারতীয়দের সাফল্য অব্যাহত, শুক্রবার কী কী পদক এল?

শুটিংয়ে ভারতীয়দের সাফল্য অব্যাহত, শুক্রবার কী কী পদক এল?
29 Sep 2023, 06:10 PM

শুটিংয়ে ভারতীয়দের সাফল্য অব্যাহত, শুক্রবার কী কী পদক এল?

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: ভারতীয় শুটার ঐশ্বর্য প্রতাপ সিং টোমার যেন স্বপ্নের ফর্মে রয়েছেন। ১০ মিটার এয়ার রাইফেলের টিম ইভেন্ট থেকে জিতেছিলেন সোনা। ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে ছিল ব্রোঞ্জ। ভারতকের সোনা খাতা খুলেছিলেন যিনি, তিনি আরও একবার সোনা ফলালেন। এ বার ৫০ মিটার থ্রি-পজিশন প্রোন থেকে। আর সেখানেও করেছেন বিশ্বরেকর্ড।অল্পের জন্য এদিন শুটিংয়ে সোনার হ্যাটট্রিক হাতছাড়া হল ভারতের। ব্যক্তিগতভাবেও এই নজির স্পর্শ করতে পারলেন না ঐশ্বর্য। পুরুষদের ৫০ মিটার থ্রি পজিশন প্রোনে রুপো পেলেন ভারতীয় শুটার। এর আগে এই ইভেন্টে দলগত বিভাগে সোনা জেতেন ঐশ্বর্য, স্বপ্নীল, অখিলরা।এই বিভাগে ভারতের অপর শ্যুটার স্বপ্নিল প্রথম রাউন্ড থেকে এগিয়ে থাকলেও শেষের দিকে সামান্য পিছিয়ে যান। যার ফলে সোনা বা ব্রোঞ্জ দুটোই হাত ছাড়া হয় তাঁর। প্রথম থেকে এক নম্বরে থেকেও শেষ পর্যন্ত চতুর্থ স্থানে শেষ করেন স্বপ্নিল।

এশিয়ান গেমসের শুটিং সার্কিটে ভারতের জয়জয়কার। এবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে সোনা জিতলেন ১৭ বছর বয়সি পালক। ওই একই বিভাগে রুপো জিতলেন ভারতের ঈশা সিং। অর্থাৎ মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে প্রথম এবং দ্বিতীয় দুই স্থানই গেল ভারতের দখলে।

এশিয়ান গেমসের মঞ্চে আবারও মেয়েদের জয়জয়কার। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের দলগত ইভেন্টে রুপো জিতলেন ভারতীয় মেয়েরা। ভারতকে গর্বিত করেছেন এষা সিং, পলক ও দিব্যা থাড়িগোল। এষা ও পলক দু'জনেই ব্যক্তিগত ইভেন্টের ফাইনালের জন্য খেলবেন। এবার স্কোয়াশ থেকে এল পদক। মহিলাদের দলগত বিভাগে ব্রোঞ্জ জিতল ভারত। সেমিফাইনালে হংকংয়ের কাছে ১-২ হারায় ব্রোঞ্জ পেলেন জোত্স্না চিনাপ্পা চিনাপ্পা, তানভি খান্না ও আনাহত সিংরা।

Mailing List