সমাজসেবার জন্য সম্মানিত রায়গঞ্জের রক্তদান আন্দোলনের সৈনিক সুব্রত সরকার

সমাজসেবার জন্য সম্মানিত রায়গঞ্জের রক্তদান আন্দোলনের সৈনিক সুব্রত সরকার
19 Mar 2023, 11:25 AM

সমাজসেবার জন্য সম্মানিত রায়গঞ্জের রক্তদান আন্দোলনের সৈনিক সুব্রত সরকার

 

তন্ময় চক্রবর্তী, রায়গঞ্জ

 

সমাজ সেবামূলক কাজের নিরিখে এবারে আন্তর্জাতিক স্তরে হিউম্যান অ্যাক্টিভিটি অ্যাওয়ার্ড পেলেন রায়গঞ্জের বিশিষ্ট সমাজকর্মী তথা রক্তদান আন্দোলনের অন্যতম সৈনিক সুব্রত সরকার। গত ১১ ও ১২ মার্চ রাজস্থানে অনুষ্ঠিত হয়েছিল সমাজকর্মীদের আন্তর্জাতিক সম্মেলন। সেখানে পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সুব্রত বাবু। এছাড়াও দেশের প্রতিটি রাজ্য ও ভিন দেশের প্রতিনিধিরাও উপস্থিত হয়েছিলেন এই সম্মেলনে। সেখানে সম্মানিত হন সুব্রত সরকার। কারগিল যুদ্ধের সৈনিক কর্নেল দ্বীপ চাঁদের হাত থেকে এই সম্মান গ্রহণ করেন তিনি।

সুব্রতবাবু জানান, ১৯৭৬ সালে বাবার হাত ধরে সমাজসেবার ব্রত করেছিলেন তিনি। সেন্ট জন রেড ক্রস এর সাথেও যুক্ত হন। ক্রমেই কর্মের পরিধি বিস্তৃত হয়। পরবর্তীতে রক্তদান আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। তিনি জানান, রক্ত কোনও কারখানায় তৈরি হয় না। তাই মানুষের দান করা রক্তেই তার অভাব পূরণ হয়। এজন্য সকলকে রক্তদানে এগিয়ে আসার বার্তা দিয়েছেন। পাশাপাশি থ্যালাসেমিয়া মুক্ত দেশ গড়ার জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী কেও চিঠি পাঠিয়েছেন বলে জানান সুব্রত বাবু। তার বক্তব্য, রক্তদাতাদের সরকারিভাবে সম্মাননা প্রদানের ব্যবস্থা করলে মানুষের আগ্রহ অনেক বৃদ্ধি পাবে। তাতে আখেরে লাভ হবে মানুষেরই।

Mailing List