১৫ বছর পর বাগানে ফিরলেন সুব্রত

১৫ বছর পর বাগানে ফিরলেন সুব্রত
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ফের পালতোলা নৌকর সারথী হলেন কলকাতা ময়দানের 'বাজপাখি' সুব্রত পাল। দীর্ঘ ১৫ বছর পর ডার্বির ঠিক ২৪ ঘণ্টা আগে সুব্রতর প্রত্যাবর্তন মোহনবাগানের জন্য কী বার্তা বয়ে নিয়ে আসে তার জন্ম অপেক্ষা করতে হবে।
চলতি আইএসএলে সুব্রত ওরফে মিষ্টু হায়দরাবাদের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। কিন্তু তিনি সেখানে ম্যাচ টাইম পাননি। ফলে তাঁর হায়দরাবাদ ছাড়ার কথা অনেকদিন আগে থেকেই জানাজানি হয়ে যায়। এরপরেই মোহনবাগান মিষ্টুর সঙ্গে যোগাযোগ শুরু করে। কারণ এবারেই দলে আসা গোলরক্ষক অমরিন্দার সিং তেমন ভালো ফর্মে নেই। ফলে বিকল্প হিসেবে ৩৫ বছরের সুব্রতকেই বেছে নয় সবুজ মেরুন ব্রিগেড।
গোলরক্ষক বিভাগ নিয়ে মোহনবাগান দুশ্চিন্তায় ছিল। তাই নবাগত কোচ জুয়ান ফেরান্দোও বারের নিচে একজন বিশ্বস্ত প্রহরীর কথা বলেন ক্লাব কর্তৃপক্ষকে। সেই মতোই সুব্রতর বাগানে ফেরা। তবে আজ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তিনি নামবেন কি না তা নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন ফেরান্দো।



