মাদার টেরিজার জন্মদিনে পানীয় জল বাঁচানোর শপথ ছাত্রছাত্রীদের

মাদার টেরিজার জন্মদিনে পানীয় জল বাঁচানোর শপথ ছাত্রছাত্রীদের
সুলেখা চক্রবর্তী, হাওড়া
মাদার টেরিজার জন্মদিনে পানীয় জল বাঁচানোর শপথ নিল ছাত্রদল। জানা গিয়েছে, শনিবার মাদার টেরিজার ১১৪তম জন্মদিন পালিত হল সাড়ম্বরে। বিভিন্ন প্রান্তে স্মরন করা হল মহিয়ষী মাদার টেরিজাকে। নানা অনুষ্ঠানও অনুষ্ঠিত হল। এই সবের মধ্যেই হাওড়ার শ্যামপুরের কুলটিকরী মাদার টেরিজা সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনটি অন্য ভাবনায় পালন করলো এলাকার কচিকাঁচারা। এদিন স্কুল শুরুর আগে শতাধিক ছাত্রছাত্রী হাজির হয় মিছিলের জন্য। মুখে তাদের "জল বাঁচান, জীবন বাঁচান" শ্লোগান। এর মাঝেই হাতে করে গাছ নিয়ে হাজির একর্ণা প্রামানিক, পারমিনা পারভিনরা। এদিন ওরা জানিয়েছে এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। তাই এদিন "পানীয় জল বাঁচানোর জন্য এই মিছিলে হাজির তারা। তা ছাড়া এত দিনে ওরা জেনে গেছে জলস্তর নেমে যাচ্ছে। পানীয় জলের অপচয় হচ্ছে।" এদিন পানীয় জল বাঁচানোর আর্জি নিয়ে মিছিলে হাঁটলো তারা।
প্রসঙ্গত, রাজ্য জুড়ে চলছে জল জীবন মিশনের কাজ। আর এই কাজে সার্ভে সহ পানীয় জল সংক্রান্ত বিভিন্ন কাজের দায়িত্ব পেয়েছে এই প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের সম্পাদক দীপ প্রামানিক জানান,"হাওড়া ও পুরুলিয়া জেলায জল জীবন মিশনের ইম্পিমেন্টিং সাপোর্ট এজেন্সির দায়িত্ব পেয়ে কাজের চাপ বেড়েছে। পুরুলিয়ায় একশো শতাংশ সার্ভের কাজ শেষ হয়ে গিয়েছে। হাওড়ায় ৯৮ শতাংশ কাজ হয়ে গিয়েছে। প্রতি ব্লকে আটজন করে কাজ করছেন। এছাড়াও আরো বেশ কিছু লোক কাজ করছেন। কর্মীরা মানুষ যাতে পানীয় জল পান -তা যেমন দেখছেন, তেমনি পানীয় জল অপচয়ের বিষয়টি দেখছেন।-সব রিপোর্ট ই পাঠানো হচ্ছে পি এইচ ই দপ্তরে।"
উল্লেখ্য, মাদার টেরিজার জন্মদিনে" জল বাঁচানোর জন্য ছাত্র ছাত্রীদের মিছিল এলাকায় সাড়া ফেলে দিয়েছে। সমাজসেবিকা ঝর্ণা প্রামানিক জানান,"হাসপাতালে ভর্তি রোগীদের ফল ও দেওয়া হয়েছে।" তবে এদিন এই ভাবে মাদার টেরিজার জন্মদিন পালন অভিনবত্বের দাবী রাখে বলে জানিয়েছে এলাকার বাসিন্দারা।


