ইসলাম ধর্মের গোড়ার কথা (৩৫)

ইসলাম ধর্মের গোড়ার কথা
রোশেনারা খান
(৩৫)
একদিন সোলেমান উজু (বিশেষভাবে পা-হাত ধুয়ে পবিত্র হওয়া) করার সময় যাদু আংটি খুলে রেখে ভুলে চলে যান। একজন জিন আংটিটি চুরি করে পালিয়ে যায়। এক সময় আংটিটি সমুদ্রে পড়ে গিয়ে একটি মাছের পেটে চলে যায়। এদিকে যাদু আংটি হারিয়ে সোলেমন তাঁর অলৌকিক ক্ষমতা হারিয়ে ফেললেন। এর ফলে তাঁকে বেঁচে থাকার জন্য ভিক্ষা পর্যন্ত করতে হয়। বহুদিন পরে তিনি সেই আংটি ফেরত পান এবং আবার নিজের রাজ্যে অধিষ্ঠিত হন।
সোলেমানের দরবারে নানা রকম পশু-পাখি, জিন-পরি, মানব-দানব উপস্থিত থাকত। হুদহুদ নামে একটি পাখি তাঁর সিংহাসন (রফরফ) শূন্যে বয়ে নিয়ে যেত।একদিন হুদহুদ বলল, প্রভু আমি সাবা (ইয়েমেন দেশের রাজধানী) থেকে আপনার জন্য একটি নিশ্চিত খবর এনেছি। ওখানে একজন মহিলা রাজত্ব করেন। তিনি প্রত্যেকটি জিনিসের অধিকারী। তাঁর সিংহাসনটিও খুবই রাজকীয়। আমি তাঁকে এবং তাঁর লোকজনদের সূর্যের পূজা করতে দেখেছি। শয়তান তাঁর এই কাজে খুব খুশি। তাঁদের পথভ্রষ্ট করছে শয়তান। তারা সুপথে চলছে না। আল্লাহকে তারা সেজদা করে না।
সব শুনে সোলেমন বললেন, আমার এই চিঠি নিয়ে গিয়ে তাঁদের দাও এবং উত্তর নিয়ে এসো। সেই চিঠি পেয়ে সাবার রানী বিলকিস প্রবীণদের বললেন, আমার কাছে একটি চিঠি এসেছে। আল্লাহ্র নামে এই মর্মে চিঠিটি এসেছে যে, আল্লাহ্র কাছে আত্মসমর্পণ কর। আমি তাকে দূত মারফত কিছু উপহার পাঠাচ্ছি। দূত কি খবর নিয়ে আসে আমরা তার জন্য অপেক্ষা করব। সোলেমন উপহার দেখে দূতকে বললেন, আমাকে তোমরা অর্থ দিয়ে সাহায্য করবে? আল্লাহ্ তোমাদের যা দিয়েছেন তার তুলনায় আমাকে যা দিয়েছেন তা অনেক উৎকৃষ্ট। তোমরা তোমাদের উপহার নিয়ে ফিরে যাও। আমরা সইন নিয়ে আসছি। তোমরা তাদের সামনে দাঁড়াতে পারবেনা। তোমাদের ওখান থেকে বিতাড়ন করব। দুতের কাছে এই খবর পেয়ে বিলকিস সোলেমনের কাছে এসে বলেন, প্রভু আমি নিজের প্রতি অন্যায় করেছি।আমি বিশ্বের প্রতিপালক আল্লাহ্র কাছে আত্ম-সমর্পণ করছি। চল্লিশ বছর রাজত্ব করার পর হজরত সোলেমনের মৃত্যু হয়। বায়তুল মকাদ্দসে হজরত দাউদের কবরের পাশে তাঁর কবর হয়।
ইসরায়েলের রাজা অহাবের রাজত্বকালে এই বংশের অন্যতম নবি ইলিয়াসের জন্ম হয়। তিনি অহাবকে বলেন, আমি খোদাতালার আদেশে তোমাদের কাছে এসেছি। ইহুদীদিগের পাপের সীমা নেই। তারা আল্লাহর বিরুদ্ধাচরণ করছে। তাই আল্লাহ বলেছেন, কয়েক বছর এখানে শিশির ও বৃষ্টিপাত হবে না। দেশে আকাল দেখা দেবে,মানুষ খাবারের জন্য হাহাকার করবে। অহাব সে সব কথায় কান না দিয়ে ইলিউয়াসকে তাড়িয়ে দিলেন।


