ইসলাম ধর্মের গোড়ার কথা (১৮)

ইসলাম ধর্মের গোড়ার কথা (১৮)
26 Apr 2020, 10:36 AM

ইসলাম ধর্মের গোড়ার কথা

রোশেনারা খান

 

(১৮)

ইউসুফের সঙ্গে সেই সময় আরো দুটি যুবক ছিল। ইউসুফ কারাবাসে থাকার সময়ই মিশরের সম্রাট ফেরাউনের বাবুরচি ও সাকী (পানীয় পরিবেশনকারি)তাঁকে হত্যা করার জন্য খাবারে বিষ মিশিয়েছে এই অভিযোগে তাদের সেই খাবার খেতে বলা হলে সাকী খেলেও বাবুর্চি খেতে রাজি হয় না। তাই বিচারের জন্য তাদের ইউসুফের সঙ্গে কারাগারে রাখা হয়েছিল। ওদের একজন ইউসুফকে বলল, সে স্বপ্নে দেখেছে, সে যেন আঙ্গুর নিংড়ে রস বের করছে। অন্যজন বলল, আমি স্বপ্নে দেখলাম মাথায় করে রুটি নিয়ে যাচ্ছি। পাখিরা সেই রুটি খাচ্ছে। তুমি আমাদের এর অর্থ বোঝাও। আমরা বুঝতে পেরেছি তুমি খুব ভাল মানুষ। ইউসুফ বললেন, আমি খুব তাড়াতাড়ি এর অর্থ বুঝিয়ে দেব। তোমাদের মধ্যে একজন সম্রাটকে পানীয় পরিবেশন করবে, অপর জনকে শূলে চড়ানো হবে। পাখিরা তার মাথা খেকে মাংস ছিড়ে খাবে।

দুজনের মধ্যে ইউসুফ যাকে মুক্তি পাবে বলে ভেবেছিলেন, তাকে বললেন, তোমার প্রভুর কাছে গেলে আমার কথা বলবে। কিন্তু শয়তান তাকে সে কথা ভুলিয়ে দিয়েছিল। তাই ইউসুফকে আরও কয়েক বছর কারাগারে থাকতে হয়েছিল।

একদিন ফেরাউন স্বপ্ন দেখলেন সাতটি নধর গরুকে সাতটি কংকালসার গরু খেয়ে ফেলল, আর সাতটি তাজা শস্যের শীষ ও সাতটি শুকনো শস্যের শীষ। এই স্বপ্নের ব্যাখ্যার জন্য ফেরাউন তাঁর সমস্ত সভাসদদের ডেকে পাঠালেন। তাঁরা স্বপ্নের কাহিনী শুনে বললেন, আমরা কিছু বুঝতে পারছি না, আমাদের দ্বারা এর অর্থ বের করা সম্ভব নয়। তখন সেই সাকীর ইউসুফের কথা মনে পড়ল, সে বলল, হুজুর আমি এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারব, যদি আমাকে কারগারে ইউসুফের কাছে যেতে দেওয়া হয়।

তারপর সাকী কারাগারে গিয়ে ইউসুফকে ফেরাউনের স্বপ্নের কথা শোনাল। ইউসুফ সব শুনে বললেন, তোমরা সাত বছর খুব ভাল করে শস্য ফলাবে। তার কিছু অংশ খেয়ে বাকিটা সঞ্চয় করবে। কারণ, তার পরবর্তী সাত বছর দুর্ভিক্ষের মধ্যে কাটবে। তখন ওই সঞ্চিত শস্য তোমাদের  অভাব মেটাবে।

সাকী ফিরে এসে ফেরাউনকে সব জানালে তিনি ইউসুফকে নিয়ে আসতে বললেন। যে ব্যক্তি ইউসুফের কাছে গিয়েছিল, তাকে তিনি বলেন, তুমি তোমার প্রভুকে গিয়ে বল সেদিন যে মহিলারা হাত কেটে ফেলেছিল, তাদের কি অবস্থা? সেই মহিলারা এসে জানায়, ইউসুফের কোন দোষ নেই। এখন কিছু গোপন নেই। সবাই জেনেছে জুলেখা ইউসুফকে বশ করতে চেয়েছিলেন। আজিজ পত্নী তাঁর দোষ স্বীকার করতে বাধ্য হলেন।

                             

Mailing List