এসটিএফের অভিযান, কাটোয়া থেকে গ্রেপ্তার আগ্নেয়াস্ত্র কেনাবেচায় জড়িত মুঙ্গের ও মুর্শিদাবাদের তিন অস্ত্র কারবারী, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

এসটিএফের অভিযান, কাটোয়া থেকে গ্রেপ্তার আগ্নেয়াস্ত্র কেনাবেচায় জড়িত মুঙ্গের ও মুর্শিদাবাদের তিন অস্ত্র কারবারী, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
30 May 2023, 05:30 PM

এসটিএফের অভিযান, কাটোয়া থেকে গ্রেপ্তার আগ্নেয়াস্ত্র কেনাবেচায় জড়িত মুঙ্গের ও মুর্শিদাবাদের তিন অস্ত্র কারবারী, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

 

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান

 

পঞ্চায়েত ভোটের আগে রাজ্য জুড়ে অব্যাহত রয়েছে বোমা, গুলি ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা। এবার এস টি এফ ও জি আর পি-র (GRP) যৌথ অভিযানে পূর্ব বর্ধমানের কাটোয়া রেল স্টেশনে ধরা পড়লো আগ্নেয়াস্ত্র কেনাবেচায় জড়িত তিন দুস্কৃতি। এস টি এফের তরফে জানানো হয়েছে, ধৃতদের মধ্যে শ্রীলাল মন্ডল বিহারের মুঙ্গেরের বাসিন্দা। বাকি দুই ধৃতদের মধ্যে কাউসার সেখ মুর্শিদাবাদের নওদা ও সুদীপ খান মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে তিনটি পিস্তল, চোদ্দ রাউন্ড তাজা কার্তুজ ও ছয়টি ম্যাগাজিন উদ্ধার হয়েছে এস টি এফ দাবি করেছে। এই বিষয়ে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে কাটোয়া জি আর পি তদন্তে নেমেছে।

এস টি এফের (STF) তরফে জাননো হয়েছে, আগ্নেয়াস্ত্র কেনাবেচায় জড়িত দুস্কৃতিরা সোমবার গভীর রাতে কাটোয়া রেল স্টেশনে জড়ো হবে এমন খবর গোপন সূত্রে এস টি এফের কাছে পৌছায়। সেই খবর পেয়েই রাতে কাটোয়া স্টশনে পৌছে যান এস টি এফের আধিকারিকরা। আগ্নেয়াস্ত্র কেনাবেচায় জড়িতরা কাটোয়া স্টেশনের টিকিট কাউন্টারের কাছে পৌছাতেই জিআরপি কে সঙ্গে নিয়ে এস টিএফ কর্তারা আগ্নেআস্ত্র কেনাবেচায় জড়িতদের ধরে ফেলে। তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয় তিনটি পিস্তল (PISTAL) ৬ টি ম্যাগজিন ও ১৪ রাউন্ড কার্তুজ।জিজ্ঞাসাবাদে আগ্নেআস্ত্র কেনাবেচায় জড়িত থাকার কথা ধৃতরা কবুল করতেই এসটিএফ তিন জনকেই গ্রেফতার করে।

ধৃতদের জিজ্ঞাসাবদ করে এস টি এফ কর্তা জেনেছেন, বিহারের মুঙ্গেরের শ্রীলাল মন্ডলের সঙ্গে বেআইনি আগ্নেআস্ত্রের ডিল হয়েছিল মুর্শিদাবাদের দুই আগ্নেআস্ত্র পাচারকারীর। সেই অনুযায়ী সোমবার কাটোয়া রেলস্টেশনে আগ্নেয়াস্ত্র ,কার্তুজ ও ম্যাগাজিন সরবরাহ করতে এসেছিল শ্রীলাল। কিন্তু সুদীপ ও কাউসার ওই সমস্ত আগ্নেয়াস্ত্র কোথায় পাচারের মতলব করেছিল তা এখনো স্পষ্ট নয় জিআরপি এবং এস টি এফ কর্তাদের কাছে। সেই তথ্য উদ্ধার এবং বেআইনি আগ্নেআস্ত্র কেনাবেচায় আর কারা যুক্ত রয়েছে তা জানতে জি আর পি-র তদন্তকারী অফিসার তিন ধৃতকেমঙ্গলবার কাটোয়া মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানান। বিচারক ধৃতদের ৮ দিনের  জিআরপির  হেপাজতের নির্দেশ দিয়েছেন। তবে পঞ্চায়েত ভোটের আগে বিহারের মুঙ্গেরের আগ্ধেআস্ত্র কারবারীদের এই রাজ্যে আগ্নেআস্ত্র সরবরাহ করতে আসার বিষয়টি পুলিশ কর্তাদেরও যথেষ্ট চিন্তা বাড়িয়ে দিয়েছে।

Mailing List