ট্রফির উপর পা! বিতর্কে জড়া‌লেন অস্ট্রেলিয়ান ব্যাটার মার্শ

ট্রফির উপর পা! বিতর্কে জড়া‌লেন অস্ট্রেলিয়ান ব্যাটার মার্শ
20 Nov 2023, 02:30 PM

ট্রফির উপর পা! বিতর্কে জড়া‌লেন অস্ট্রেলিয়ান ব্যাটার মার্শ

 

আনফোল্ড বাংল‌া স্পোর্টস ডেস্ক: ট্রফি একবার হাতে তোলার জন্য সারাটা জীবন অপেক্ষা করে থাকেন ক্রিকেটাররা। সেই ট্রফির উপর দু’পা তুলে ছবি তুলেছেন অস্ট্রেলিয়ার এই শুরুর দিকের ব্যাটার মিচেল মার্শ। বিশ্বকাপ জেতার পরে দলের উল্লাসের বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সেখানেই একটি ছবিতে দেখা যায়, মেজাজে দু’টি পা ট্রফির উপর তুলে হাসি মুখে বসে রয়েছেন মার্শ। হাতে রয়েছে পানীয়ের বোতল। এই ছবি নিয়েই শুরু হয়েছে সমালোচনা।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ছবিতে, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্শকে ট্রফিতে পা রাখতে দেখা গেছে। সেই ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা ক্ষোভ দেখিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ছবি নিয়ে এখনও পর্য‌ন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ট্রফি জয়ের কয়েক ঘণ্টা পর ছবিটি শেয়ার করা হয়েছে। রবিবার, ১৯ নভেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২০২৩ বিশ্বকাপ ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। ছবিটি অজি টিম হোটেলের ঘর থেকে শেয়ার করা হয়েছে বলে মনে করা হচ্ছে, এবার আরও বড় বিতর্কের জন্ম দিলেন তিনি। মার্শের আচরণে অস্ট্রেলিয়ার চিরাচরিত ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে। 

সাধারণত বিশ্বকাপ জেতার পরে ট্রফিতে চুমু খেতে দেখা যায় খেলোয়াড়দের। সেটা যে খেলাই হোক না কেন, ট্রফির প্রতি একটা আলাদা আবেগ, আলাদা মর্যাদা থাকে। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ জেতার পরে ট্রফিকে বুকে জড়িয়ে ঘুমিয়েছিলেন লিয়োনেল মেসি। কাছছাড়া করতে চাননি।

Mailing List