মোষ পাচারের সময় খড়িবাড়িতে হাতেনাতে ধরা পড়লো রাজ্য পুলিশের কনস্টেবল! আটক ৩২টি মোষ

মোষ পাচারের সময় খড়িবাড়িতে হাতেনাতে ধরা পড়লো রাজ্য পুলিশের কনস্টেবল! আটক ৩২টি মোষ
আনফোল্ড বাংলা প্রতিবেদন, খড়িবাড়ি: মোষ পাচারের অভিযোগে এবার ধরা পড়লো রাজ্য পুলিশের কনস্টেবল! মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দার্জিলিং জেলার খড়িবাড়ি থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে একটি ট্রাকে করে মোষ পাচারের চেষ্টা হচ্ছিল। সেই সময় বাংলা-বিহার সীমান্তের, খড়িবাড়ি থানার বাঞ্চাভিটা এলাকায় তল্লাশি চলছিল। তখন ৩২৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে বিহার থেকে খড়িবাড়ির দিকে যাচ্ছিল একটি ট্রাক। এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের ভাটগাঁও এবং রামধানজোত হেডকোয়ার্টারের জওয়ানরা ট্রাকটি আটক করে। তল্লাশি চালাতে গিয়ে দেখে আতর ভেতর ৩২টি মোষ রয়েছে। কিন্তু মোষ নিয়ে যাওয়ার কোনও বৈধ কাগজ ছিল না। তখনই মোষগুলি আটক করা হয়। তারই সঙ্গে আটক করা হয় গাড়িতে থাকা ৬ জনকে।
পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল মহম্মদ তাহির, মহম্মদ খুশিদ আলম, পাপ্পু কুমার, মিন্টু কুমার, মহম্মদ রফিকুল ইসলাম ও ফণী রায়। ধৃতদের মধ্যে রফিকুলের বাড়ি অসমে এবং বাকি চার অভিযুক্তদের বাড়ি বিহারে। অন্যদিকে ফণী রায় নকশালবাড়ি থানার কনস্টেবল পদে কর্মরত। বাড়ি আলিপুরদুয়ারে। সূত্রের খবর, এসএসবির অভিযোগের ভিত্তিতে দার্জিলিং পুলিশ অভিযুক্ত কনস্টেবলকে সাসপেন্ড করে।


