ঝাড়গ্রামের বিকাশ ভারতীতে প্রতিবন্ধীদের হাতে হুইলচেয়ার ও ট্রাই সাইকেল তুলে দিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা

ঝাড়গ্রামের বিকাশ ভারতীতে প্রতিবন্ধীদের হাতে হুইলচেয়ার ও ট্রাই সাইকেল তুলে দিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা
আনফোল্ড বাংলা প্রতিবেদন, ঝাড়গ্রাম: রবিবার ঝাড়গ্রাম ব্লকের বিকাশ ভারতী তে মনের ঠিকানা ও প্রিয়দর্শিনী ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের হুইলচেয়ার, ট্রাই সাইকেল সহ অন্যান্য সামগ্রী এবং দুঃস্থ মানুষদের হাতে লুঙ্গি এবং দরিদ্র্য মহিলাদের হতে শাড়ি তুলে দেওয়ার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশ ভারতীর ডিরেক্টর শংকর সেনগুপ্ত,রাজ্যের মন্ত্রী বীর বাহা হাঁসদা সহ আরো অনেকে। ওই অনুষ্ঠানে নয়জন প্রতিবন্ধীর হাতে হুইল চেয়ার, একজনের হাতে ট্রাই সাইকেল, ৫০ জনের হাতে স্টিক, একজনের হাতে ক্র্যাচ এবং ওই এলাকার দরিদ্র পরিবারের ১০০ জন মহিলার হাতে নতুন বস্ত্র হিসেবে শাড়ি এবং ৫০ জন দরিদ্র মানুষের হাতে লুঙ্গি তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। উল্লেখ করা যায় যে শনিবার রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা কে সাঁকরাইল ব্লকের রোহিণী গ্রামের প্রতিবন্ধী পূজা মাহাতো একটি হুইলচেয়ার দেওয়ার জন্য দাবি জানিয়েছিল। রবিবার সাঁকরাইল ব্লকের বিডিও রোহন ঘোষের হাতে প্রতিবন্ধী পূজা মাহাতোর জন্য একটি হুইল চেয়ার পাঠিয়ে দেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। রোহন ঘোষ সাঁকরাইল ব্লকের রোহিণীতে প্রতিবন্ধী পূজা মাহাতোর বাড়িতে গিয়ে তার হাতে হুইলচেয়ার তুলে দেন। যার ফলে খুশি পূজা মাহাতো সহ তার পরিবারের সকলেই।


