আঞ্চলিক ভাষায় জোর, রাজবংশী-সাঁওতালি বিদ্যালয়ে পার্শ্বশিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের জন্য ৩৯৪টি নতুন পদ তৈরি করছে রাজ্য

আঞ্চলিক ভাষায় জোর, রাজবংশী-সাঁওতালি বিদ্যালয়ে পার্শ্বশিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের জন্য ৩৯৪টি নতুন পদ তৈরি করছে রাজ্য
আনফোল্ড বাংলা প্রতিবেদন: রাজ্য সরকার রাজবংশী, কামতাপুরি, সাঁওতালির মতো আঞ্চলিক ভাষার প্রচার ও প্রসারে রাজ্য জুড়ে আরও বেশি করে স্কুল তৈরি ও শিক্ষা কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে বৃহস্পতিবার কলকাতার কালীঘাটে তার বাসভবনে আয়োজিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরে সাংবাদিকদের বলেন, এইজন্যে উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ১৯৮ টি রাজবংশী, সাঁওতালি বিদ্যালয়ে পার্শ্ব শিক্ষক ও শিক্ষা কর্মী নিয়োগের জন্য ৩৯৪ টি নতুন পদ তৈরি করা হবে। পাশাপাশি উত্তরবঙ্গের ধুপগুড়ি ও বানারহাট ব্লক কে নিয়ে নতুন ধুপগুড়ি মহকুমা তৈরীর একটি প্রস্তাব বৈঠকে গৃহীত হয়েছে বলে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গ্রহ জানিয়েছেন। সিকিমে মেঘ ভাঙ্গা বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত কালিম্পং এর অবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে উদ্বিগ্ন রাজ্য সরকার শ্রীকান্ত মাহাতো, সাবিনা ইয়াসমীন, সত্যজিৎ বর্মন ও গোলাম রাব্বানী কে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মন্ত্রী জানান। এই প্রতিনিধি দলটি তিন দিন সেখানে শিবির করে থেকে স্থানীয় এলাকা পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবে।


