সুপ্রিম কোর্টে তৃণমূলের হয়ে সওয়াল, কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিংভিকে কড়া চিঠি দিলেন রাজ্যের কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী

সুপ্রিম কোর্টে তৃণমূলের হয়ে সওয়াল, কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিংভিকে কড়া চিঠি দিলেন রাজ্যের কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী
30 Apr 2023, 03:41 PM

সুপ্রিম কোর্টে তৃণমূলের হয়ে সওয়াল, কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিংভিকে কড়া চিঠি দিলেন রাজ্যের কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: নিয়োগ দুর্নীতি-সহ রাজ্যের একাধিক দুর্নীতির ইস্যুতে শাসক তৃণমূলকে নিশানা করছে প্রদেশ কংগ্রেস। ঠিক তখনই সুপ্রিম কোর্টে একের পর এক দুর্নীতির মামলায় রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর আইনি লড়াই করছেন কংগ্রেস নেতা তথা দেশের প্রথম সারির আইনজীবী অভিষেক মনু সিংভি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়েও একাধিক মামলায় সওয়াল করতে দেখা গিয়েছি সিংভিকে। কংগ্রেসের শীর্ষ নেতার এই আচরণে হতাশ ও লজ্জিত এ রাজ্যের সাধারণ কংগ্রেস কর্মীরা। তাঁরা গোটা বিষয়টিকেই মোটেই ভালো চোখে দেখছেন না। এই অভিযোগ জানিয়ে অভিষেক মনু সিংভিকে কড়া ভাষায় চিঠি দিলেন এ রাজ্যের কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী। কৌস্তভের মতে, আইনজীবী হিসাবে কার হয়ে মামলা লড়বেন তা ঠিক করার অধিকার রয়েছে সিংভির। তবে কংগ্রেস কর্মীদের বাধ্যবাধকতা অস্বীকার করতে পারেন না তিনি। কৌস্তভ চিঠিতে লেখেন, আপনার জন্য কংগ্রেস নেতা কর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে। পেশাদার আইনজীবী হিসেবে কার হয়ে লড়বেন, তা ঠিক করতেই পারেন আপনি। কিন্তু কংগ্রেসের বর্ষীয়ান নেতা হিসেবে দল ও কর্মীদের বাধ্যবাধকতা অস্বীকার করতে পারেন না। পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে প্রতিদিন রাস্তায় নেমে লড়াই করছে। কিন্তু আপনি যখন সেই দলের হয়ে, দলের নেতাদের হয়ে লড়াই করছেন, তখন আমাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলায় কংগ্রেসের নেতা-কর্মীরা আজ বলছেন, আমরা আপনার জন্য লজ্জিত।

কৌস্তভ আরও বলেন, অভিষেক মনু সিংভি দেশের অন্যতম সেরা আইনজীবী। উনি কার হয়ে মামলা লড়বেন সম্পূর্ণ ওনার সিদ্ধান্ত। কিন্তু ওনার ভুলে গেলে চলবে না যে কংগ্রেসের একজন সিনিয়র  নেতা। দলের কর্মীদের প্রতি ওনার দায়বদ্ধতা রয়েছে। যখন পশ্চিমবঙ্গে আমরা তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করছি। এই লড়াইয়ে আমাদের কর্মীদের ঘর ছাড়া করা হচ্ছে, প্রাণ পর্যন্ত দিতে হয়েছে। কিন্তু এত কিছুর পরও আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু আমাদের সেই লড়াই কোথাও গিয়ে থেমে যাচ্ছে অভিষেক মনু সিংভির মতো লোকেদের কারণে। এর আগে কৌস্তুভ বাগচীর নেতৃত্বে কংগ্রেসের আইনজীবীরা কলকাতা হাইকোর্টে কংগ্রেস নেতা ও আইনজীবী পি চিদম্বরমের বিরুদ্ধেও প্রকাশ্যে বিক্ষোভ দেখিয়েছিলেন। তাঁদের দাবি ছিল রাজ্য সরকারের বিরুদ্ধে যে ইস্যুতে তাঁরা আন্দোলন করছেন, সেই দুর্নীতির মামলায় রাজ্য সরকারের হয়ে সওয়াল করছেন পি চিদম্বরমের মতো কংগ্রেস নেতারা।

Mailing List