জয়পুর জুড়ে জল্পনা, আগামী ১১ জুন নতুন দল ঘোষণা করতে চলেছেন সচিন পাইলট

জয়পুর জুড়ে জল্পনা, আগামী ১১ জুন নতুন দল ঘোষণা করতে চলেছেন সচিন পাইলট
আনফোল্ড বাংলা প্রতিবেদন: সব ঠিকঠাক চললে আগামী ১১ জুন আনুষ্ঠানিক ভাবে ভাঙতে চলেছে রাজস্থান কংগ্রেস। ওইদিনই তাঁর নতুন দলের নাম ঘোষণা করবেন সচিন পাইলট। ১১ জুন প্রয়াত কংগ্রেস নেতা তথা সচিনের বাবা রাজেশ পাইলটের মৃত্যুদিন। জয়পুরজুড়ে জল্পনা ওইদিনই আনুষ্ঠানিক ভাবে কংগ্রেস ছেড়ে নতুন দল গড়বেন সচিন। ২০১৮ সালের শেষ থেকে রাজস্থান কংগ্রেসের অন্দরে যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছিল, এত বছর পার করেও তার আগুন এখনও জ্বলছে। এবার বিস্ফোরণের সম্ভাবনা। শীর্ষ নেতৃত্বের আচরণে বিরক্ত সচিন পাইলট। সূত্রের খবর, নতুন দল তৈরির পরিকল্পনা করে ফেলেছেন কংগ্রেস নেতা। আগামী ১১ জুন, তাঁর বাবার মৃত্যুবার্ষিকীতে এই ঘোষণা করতে চলেছেন তিনি। এটা যদি সত্যি হয়, তাহলে বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেতে চলেছে কংগ্রেস।
চলতি বছরেই রাজস্থান বিধানসভার নির্বাচন। সে সব ছেড়ে কংগ্রেস হাইকমান্ড এখন ব্যস্ত দুই শীর্ষ নেতা, মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের বিবাদ মেটাতে। সম্প্রতি দুই নেতাকে দিল্লিতে তলব করেছিল শীর্ষ নেতৃত্ব। রাহুল গান্ধি থেকে শুরু করে সভাপতি মল্লিকার্জুন খাড়গে,-সবাই দুই নেতার সঙ্গে আলাদা ভাবে কথা বলেন। বৈঠক শেষে আসন্ন নির্বাচনে একসঙ্গে লড়াইয়ের বার্তাও দেন, গেহলট ও পাইলট। তবে বাস্তব ছবিটা যে একেবারেই আলাদা তা সচিন শিবিরের তৎপরতায় ক্রমশ স্পষ্ট হচ্ছে। ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে জেতার পর থেকেই মুখ্যমন্ত্রী পদ নিয়ে দুই নেতার লড়াইয়ের শুরু। যা আজও চলছে।


