বিশ্বকাপের থিম সংয়ে বিশেষ চমক রণবীর—ধনশ্রী জুটি

বিশ্বকাপের থিম সংয়ে বিশেষ চমক রণবীর—ধনশ্রী জুটি
20 Sep 2023, 02:30 PM

বিশ্বকাপের থিম সংয়ে বিশেষ চমক রণবীরধনশ্রী জুটি

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: গানটির সুরকার প্রীতম। পর্দায় দেখা যাবে রণবীর সিংহকে। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রোমোতেও দেখা গিয়েছে বলিউডের অভিনেতাকে। গানের পোস্টারে দেখা যাচ্ছে, রণবীর পরে আছেন নেভি ব্লু রংয়ের শার্ট। সঙ্গে মেরুন ব্লেজার। মানানসই টুপি। দূরে দেখা যাচ্ছে, অংশগ্রহণকারী সব দেশের জার্সি পরে সমর্থকেরা। একটি আন্তর্জাতিক স্বাদের সাথে ঐতিহ্যবাহী ভারতীয় বাদ্যযন্ত্রের সংমিশ্রণ, এবং সুরের মূল লক্ষ্য হল বিশ্বব্যাপী ক্রিকেট সম্প্রদায়ের আবেগকে তুলে ধরা এবং তার সঙ্গে মিউজিক ভিডিওটির লক্ষ্য হল বিভিন্ন সংস্কৃতিতে দেশ এবং ভক্তদের একত্রিত করা। গানটির সুরকার প্রীতম। পর্দায় দেখা গেল রণবীর সিংহকে। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রোমোতেও দেখা গিয়েছে বলিউডের অভিনেতাকে। গানের দৃশ্যে দেখা গলে, রণবীর পরে আছেন নেভি ব্লু রংয়ের শার্ট। সঙ্গে মেরুন ব্লেজার। মানানসই টুপি। দূরে দেখা যাচ্ছে, অংশগ্রহণকারী সব দেশের জার্সি পরে সমর্থকেরা।ল রণবীরের সঙ্গে রয়েছেন চাহালের স্ত্রী ধনশ্রী।

চাহাল বিশ্বকাপের সঙ্গে যুক্ত না থাকলেও তাঁর স্ত্রী ধনশ্রীকে দেখা গেল টুর্নামেন্টের থিম সংয়ে। এই গানের সুর দিয়েছে‌ন বলিউডের বাঙালি সংগীত পরিচালক প্রীতম চক্রবর্তী। গানটি লিখেছে‌ন শ্লোকে লাল এবং সাবেরী বর্মা। গানটি গেয়েছেন প্রীতম নাকাস আজিজ, শ্রীরামা চন্দ্র,  আকশ মিশ্র, জোনিতা গান্ধী, আকসা এবং চরণ। র‍্যাপ কম্পোজ করেছেন চরণ।

এই মিউজিক ভিডিও-র অন্যতম অভিনেতা রণবীর সিং বলেছেন, ‘আমি ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের জন্য এই সংগীত ভিডিও-র অংশ হওয়া সত্যিই আমার কাছে সম্মানের। এটা আমাদের সকলের পছন্দের খেলার উদযাপন।’

Mailing List