প্রখ্যাতদের চিত্র নিয়ে বিশেষ প্রদর্শনী চিত্রকূট আর্ট গ্যালারিতে

02 Jan 2021, 12:23 PM

প্রখ্যাতদের চিত্র নিয়ে বিশেষ প্রদর্শনী চিত্রকূট আর্ট গ্যালারিতে

আনফোল্ড বাংলা প্রতিবেদন: চিত্রকূট আর্ট গ্যালারিতে শুরু হয়েছে একটি বিশেষ চিত্র প্রদর্শনী। প্রদর্শনীটি চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। আশাতীত হালদার এবং প্রভাস কেজরিওয়ালের যৌথ উদ্যোগে এই প্রদর্শনীটির আয়োজন করেছে চারুলতা এবং চিত্রকূট আর্ট গ্যালারি। চারুলতার পক্ষ থেকে এটি তাদের ১১ নম্বর প্রদর্শনী। রবীন্দ্রনাথ থেকে অবণীন্দ্রনাথ ঠাকুর,যামিনী রায়, চিন্তামণী কর ছাড়াও বহু বিখ্যাত ব্যক্তির আঁকা ছবি রয়েছে এই প্রদর্শণী জুড়ে। প্রদর্শনী ঘুরে দেখার সময় কোনও ছবি পছন্দ হয়ে গেলে, রয়েছে স্বল্প মূল্যে সেই ছবি কেনার সুযোগও। ইয়াং জেনারেশনও আসছেন প্রদর্শনী ঘুরে দেখতে। করোনা সংক্রমণের ভয় কাটিয়ে একটু একটু করে তিলোত্তমা যে পুরোন ছন্দে ফিরছে সেটা বেশ বোঝা যাচ্ছে।

Mailing List