শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের ছবিতে মালা পরিয়ে মদন মিত্রের তর্পণ, আচরণের নিন্দা করলেন স্পিকার

শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের ছবিতে মালা পরিয়ে মদন মিত্রের তর্পণ, আচরণের নিন্দা করলেন স্পিকার
26 Sep 2022, 01:44 PM

শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের ছবিতে মালা পরিয়ে মদন মিত্রের তর্পণ, আচরণের নিন্দা করলেন স্পিকার

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি নিয়ে মহালয়ার তর্পণ করার ঘটনার প্রেক্ষিতে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের আচরণের নিন্দা করেছেন। আজ, সোমবার বিধানসভায় ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালনের অনুষ্ঠানে যোগদান করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধ্যক্ষ ওই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, সংবাদ মাধ্যমের প্রচার পাওয়ার লোভেই ওই বিধায়ক এই কাজ করছেন। অধ্যক্ষ বলেন, বিদ্যাসাগরের চরিত্রের নানা দিক আছে। নীতি মেনে চলা তার অন্যতম। বিধানসভার প্রত্যেক সদস্যের উচিৎ বিদ্যাসাগরের জীবনী থেকে নীতি শিক্ষা গ্রহণ করা।

গতকাল মহালয়ার দিন তর্পণের সময় দেখা যায় তৃণমূল বিধায়ক মদন মিত্র দু’জনের ছবিতে মালা পরিয়েছেন। তার মধ্যে একজন বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অন্যজন হলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। ওই ঘট‌নার পরই চারদিকে তোলপাড় শুরু হয়।

অবশ্য এক্ষেত্রে বিজেপিও পিছিয়ে ছিল এমন নয়। মহালয়ার দিন থেকে দুর্গোৎসবকে কাজে লাগিয়ে  জনসংযোগে নেমেছিল বিজেপিও। রবিবার বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার গন্ধেশ্বরী নদীতে মৃত বিজেপি কর্মী অজিত মুর্মু সহ রাজ্যের ১৮৯ জন বিজেপি কর্মী এবং বিগত বামফ্রন্ট সরকারের আমলে নিহত আইপি স অফিসার বিনোদ মেহতা এবং সাইবাড়ি এবং বিজনসেতু গণহত্যা কান্ডে নিহতদের উদ্দেশ্যে এদিন তর্পন করেন। সুভাষবাবু বলেন, এদিন মৃত বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তর্পন করে দলীয় এই কর্মসূচি শুরু করা হল।

Mailing List