Sourav Ganguly ধোনির অধিনায়কত্ব নিয়ে এবার মুখ খুললেন সৌরভ

Sourav Ganguly ধোনির অধিনায়কত্ব নিয়ে এবার মুখ খুললেন সৌরভ
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন পর আবার মহারাজের মুখে ধোনি-ঋদ্ধির কথা। মাহি (Dhoni) প্রসঙ্গে সৌরভ বলেছেন, 'ধোনি অসাধারণ ক্রিকেটার। বড় ম্যাচে কী ভাবে অধিনায়কত্ব করতে হয় সেটা দেখিয়ে দিল। খুব বড় অধিনায়ক। যে ভাবে দলকে চালনা করে সেটাও বাকিদের থেকে আলাদা।'
একইসঙ্গে কেকেআরের (KKR) রিঙ্কু সিং (Rinku Singh) প্রসঙ্গে সৌরভ বলেন,'রিঙ্কু ভাল খেলেছে। তবে শুধু রিঙ্কু নয়, অনেক ভাল ভাল ক্রিকেটার খেলেছে এ বছর। আইপিএল একটা বিরাট প্রতিযোগিতা। রিঙ্কু যেমন আছে, তেমনই রাজস্থানের ধ্রুব জুড়েল, যশস্বী জয়সওয়াল, মুম্বইয়ের সূর্যকুমার যাদব, তিলক বর্মা ভাল খেলেছে। পঞ্জাবের জিতেশ শর্মা নজর কেড়েছে।'
ঋদ্ধিমান সাহা ভারতীয় দলে ফের সুযোগ পেলে তিনি খুশি হবেন। সৌরভ বলেন,'আমি খুব খুশি হব যদি ও সুযোগ পায়। তবে এটা নির্বাচকদের সিদ্ধান্ত। ভারত যখন অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারাল তখন কেএস ভরত ছিল কিপার হিসেবে। ঋদ্ধিমান সাহা অবশ্য তার আগে টেস্ট খেলেছেন। তবে ঋষভ পন্থও ছিল। তবে এটা পুরোটাই নির্বাচকদের সিদ্ধান্ত।' পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত-অস্ট্রেলিয়ার সম্বাবনা ৫০-৫০ বলে জানিয়েছেন সৌরভ।
তার ত্রিপুরার ব্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তা নিয়ে ব্যথীত সৌরভ (Sourav Ganguly)। তার কথায়, "অমিতাভ বচ্চনের গুজরাতের সঙ্গে, শাহরুখের কলকাতার সঙ্গে, সচিনের কেরলের সঙ্গে, ঋষভ পন্থের উত্তরাখণ্ডের সঙ্গে, ধোনির ঝাড়খণ্ডের সঙ্গে চুক্তি নিয়ে তো এই ধরনের প্রশ্ন তোলা হয় না। আমার ক্ষেত্রেই কেন? কেউ কারও সঙ্গে কথা বলতে বা দেখা করতে পারবে না? সবই কি রাজনৈতিক?''


