বড় পর্দায় সৌমজিতের প্রথম ছবি ‘অল্প হলেও সত্যি’

বড় পর্দায় সৌমজিতের প্রথম ছবি ‘অল্প হলেও সত্যি’
20 Sep 2021, 01:30 PM

বড় পর্দায় সৌমজিতের প্রথম ছবি ‘অল্প হলেও সত্যি

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন পরিচালক সৌমজিত আদক। রূপ প্রোডাকশন এর ব্যানারে অঙ্কিত দাস ও সুরেশ তোলানির হাত ধরেই আসছে সৌমজিতের প্রথম ছবি "অল্প হলেও সত্যি"।

 

সোমবারই প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। "অল্প হলেও সত্যি"তে অভিনয় করছেন সৌরভ দাস, দর্শনা বণিক, ঋষভ বসু, সৃজনী মিত্র সহ আরও অনেকে। রূপ প্রোডাকশনের ছবি 'গুলদস্তা'র জনপ্রিয়তা অনেকটাই বাড়িয়ে দিয়েছে দর্শকদের প্রত্যাশা।

 

এবার রূপ প্রোডাকশনের আপকামিং এই ছবিটি ও যে দর্শকদের মনে তৈরি হওয়া এই প্রত্যাশাকে পূরণ করবে,তা বলাই যায়। পুজোর পরই মুক্তি পাবে "অল্প হলেও সত্যি"।

Mailing List