প্রতিদিনই অস্ত্র উদ্ধার, এবার মুখ্যমন্ত্রীর কনভয়ে তল্লাশির দাবি জানালেন সৌমিত্র খান

প্রতিদিনই অস্ত্র উদ্ধার, এবার মুখ্যমন্ত্রীর কনভয়ে তল্লাশির দাবি জানালেন সৌমিত্র খান
02 Dec 2022, 08:45 PM

প্রতিদিনই অস্ত্র উদ্ধার, এবার মুখ্যমন্ত্রীর কনভয়ে তল্লাশির দাবি জানালেন সৌমিত্র খান

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: বছর ঘুরলেই রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচন। তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে রোজই প্রায় নিয়ম করে উদ্ধার হচ্ছে বোমা, গুলি এবং অস্ত্রশস্ত্রের বিপুল ভান্ডার। আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাকে হাতিয়ার রাজ্য সরকারের বিরুদ্ধে আসরে নেমে পড়েছে বিরোধীরা। এই ইস্যুতে শুক্রবার বিস্ফোরক অভিযোগ আনলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান। অস্ত্র উদ্ধারের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়েও তল্লাশি করার দাবি তুলেছেন তিনি।

বিজেপি সাংসদ সৌমিত্র খান বলেন, বাংলার মন্ত্রীদের গাড়ি পরীক্ষা করা হোক। কারণ, মুখ্যমন্ত্রী যেখানে যাচ্ছেন সেখান থেকেই বেশি করে বোমা, গুলি পাওয়া যাচ্ছে। তাই আমাদের দাবি ভিআইপিদের গাড়িও পরীক্ষা করা হোক। আমার মনে হয় মন্ত্রীরাই এই সব অস্ত্র সরবরাহ করছেন। শাসক দলের অনেকেরই এখন এটাই জীবিকা হয়ে উঠেছে। সরকারের মদতেই চলছে এই কাজ। মন্ত্রীদেরও এখন এটাই কাজ। এদিন সকালেও অস্ত্র উদ্ধার নিয়ে পুলিশমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বিজেপি নেতা দিলীপ ঘোষও। এবার আরও একধাপ এগিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন সৌমিত্র খান। তৃণমূল শিবির থেকে এর আগে বেশ কয়েকবার বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর গাড়ি তল্লাশির দাবি জানান হয়েছিল। মনে করা হচ্ছে, এবার তারই পালটা দিলেন সৌমিত্র খান।

সৌমিত্রর এই বিস্ফোরক দাবি নিয়ে স্বাভাবিক ভাবেই শুরু হয়েছে তুমুল চর্চা। শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। শুভেন্দু অধিকারীর গাড়িতে নন্দীগ্রামে বিপুল টাকা ও বেআইনি অস্ত্রশস্ত্র ঢোকার অভিযোগ করেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ‘নাকা চেকিংয়ে শুভেন্দুর কনভয় আটকে তাঁর গাড়িতে তল্লাশি চালানো হোক। তা হলেই প্রমাণ হয়ে যাবে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থাকা কনভয়ের সুবিধা নিয়ে কীভাবে বেআইনি পাচার চালাচ্ছেন শুভেন্দু। তবে  সৌমিত্র খানের অভিযোগে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল শিবির। কদিন আগে দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরে বিপুল পরিমাণ বোমা তৈরির উপকরণ বাজেয়াপ্ত করে পুলিশ। তার আগে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া, শ্যামনগর-সহ একাধিক জায়গা থেকে বোমা ও বোমা তৈরির মশলা উদ্ধার।

Mailing List