নতুন আঙ্গিকে মুক্তি পেল "লীলাবালি", উচ্ছ্বসিত দেবলীনা

নতুন আঙ্গিকে মুক্তি পেল "লীলাবালি", উচ্ছ্বসিত দেবলীনা
আনফোল্ড বাংলা প্রতিবেদন: শ্রোতাদের মধ্যে প্রচলিত লোকগান "লীলাবালি" (Leelabali) গানটি নতুন আঙ্গিকে মুক্তি পেল ইউটিউবে। অডিও ভিজুয়্যাল ফরম্যাটে মুক্তি পেয়েছে গানটি। পরিচালনা করেছেন পূবালী মিত্র ও অর্ঘ্যজিৎ দত্ত। অভিনয়ে নীল দাস, মিষ্টি সিংহ রায় ও অরিজিৎ শিকদার। দেবলীনা নন্দীর গাওয়া এই গানটি "গানে আহ্লাদে" নাম একটি ইউটিউব পেজ থেকে মুক্তি পেয়েছে। এই ভিডিওটি এমএম ফিল্মস ও প্রোডাকশনস ডিরেক্টর প্রযোজনা করেছে।
বিয়ে (Wedding) মানে শুধু ছাদনাতলায় মালাবদল নয়। এখন বিয়ে মানেই একটা বড় ইভেন্ট। সেখানে গায়ে হলুদ, সংগীত থেকে আছে আরও কিছু। আরও আছে নাচ, গান হই হুল্লোড়।
পরিচালকের কথায়, "বিয়ের এই গান শুধু পশ্চিমবঙ্গ নয়, সব বাঙালিদেরই পছন্দের। গানটা দেবলীনার গলায় শুনলে দর্শকের ভাল লাগবে। এর আগে "আইগিরি নন্দিনী" করে দর্শকের ভালবাসা পেয়েছি। আগামী দিনেও ডান্স ড্রামা নিয়ে কাজ করবো।"


