কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আর থাকতে পারবেন না সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আর থাকতে পারবেন না সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়
13 Sep 2022, 12:55 PM

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আর থাকতে পারবেন না সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়

 

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আর থাকতে পারবেন না সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। তাঁর পুণর্বহালের সিদ্ধান্ত খারিজ করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী।  

 

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের পুণর্বহাল ইউজিসি-র নিয়ম মেনে হয়নি বলে অভিযোগ ওঠে। তা নিয়ে একটি জনস্বার্থ মামলা কলকাতা হাই কোর্টে। এদিন হাইকোর্টের নির্দেশে পুণর্বহালের সিদ্ধান্ত খারিজ করে দেয় আদালত। সূত্রের খবর, আদালতের এই নির্দেশের পর আর ওই পদে থাকতে পারবেন না বলে তিনি।

Mailing List