মদ খেয়ে গালাগালি, হাত-পা বেঁধে রাখলো ছেলে ও স্ত্রী, তারপরই ঝুলন্ত দেহ উদ্ধার

মদ খেয়ে গালাগালি, হাত-পা বেঁধে রাখলো ছেলে ও স্ত্রী, তারপরই ঝুলন্ত দেহ উদ্ধার
নারায়ণ সরকার, মালদা
এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহকে ঘিরে রবিবার সকালে চাঞ্চল্য ছড়ালো ইংরেজ বাজার ব্লকের যদপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনটার গ্রামে। জানা গিয়েছে, মৃতের নাম জিতেন রায়(৪২)। গ্রামবাসীদের অভিযোগ, জিতেনবাবুকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং এই ঘটনায় অভিযুক্ত তার স্ত্রী ও দুই ছেলে। যদিও শিবাই রায় নামে এক ছেলে এই অভিযোগ অস্বীকার করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে মদ্যপ অবস্থায় স্ত্রী ঋতুকা রায়কে গালিগালাজ করছিলেন জিতেনববাবু। এ নিয়ে চরম অশান্তি বাধে। অভিযোগ সে সময় স্ত্রী ও ছেলেরা জিতেনের হাত-পা বেঁধে দেওয়ার পাশাপাশি মুখেও কাপড় বেঁধে দেয় বলে অভিযোগ। এদিন সকালে ঘরের বারান্দাতে জিতেনবাবুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। জিতেনের ছেলে শিবাই রায় বলেন, বাবা গালিগালাজ করায় তাঁর পা বেঁধে রাখা হয়েছিল ঠিকই, কিন্তু পরে সেই বাঁধন খুলে দেওয়া হয়। পরে বাবা বাড়ির বাইরে চলে যায়। এদিন সকালে ঘুম থেকে উঠে আমরা বাড়ির বারান্দায় বাবার ঝুলন্ত মৃত দেখতে পাই। পুলিশ জানিয়েছে এই ঘটনায় এখনো লিখিত অভিযোগ হয়নি। তবে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।


