দুয়ারে রেশন নিয়ে ফের বেঁকে বসলেন রেশন ডিলারদের একাংশ

দুয়ারে রেশন নিয়ে ফের বেঁকে বসলেন রেশন ডিলারদের একাংশ
04 Jul 2022, 11:10 AM

দুয়ারে রেশন নিয়ে ফের বেঁকে বসলেন রেশন ডিলারদের একাংশ

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: করোনাকালে যখন সবাই ঘরবন্দি ছিলেন, তখন একমাত্র রেশন ডিলাররাই মানুষের পাশে ছিলেন। যাবতীয় আতঙ্ক দূরে সরিয়ে রেখে তাঁরাই নিয়মিত রেশন বন্টন করে গিয়েছেন। করোনায়  আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল একাধিক ডিলারের। কিন্তু তাঁদের পাশে দাঁড়ায়নি সরকার, মেলেনি কোনও সরকারি সাহায্যও। তাই দুয়ারে রেশন প্রকল্প চালু করতে গেলে সরকারকে আগে ডিলারদের সমস্ত দাবি মানতে হবে। তবেই তাঁরা দুয়ারে রেশন প্রকল্প চালু করতে সহযোগিতা করবেন। না হলে দুয়ারে রেশন প্রকল্পে নেই ডিলাররা। এই নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা চলছে। তার জেরে মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প রাজ্যের সব জায়গায় শুরু করাও যায়নি। সম্প্রতি এই নিয়ে ডিলারদের একাংশ বৈঠকে বসেছিলেন।

সুত্রের খবর, সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে দুয়ারে রেশন নিয়ে ওই বৈঠকে কড়া মনোভাব নিয়েছেন অধিকাংশ ডিলাররাই। সূত্রের খবর, দুয়ারে রেশন প্রকল্পে কমিশন বৃদ্ধি–সহ একাধিক ইস্যুতে সরকারের কাছে দরবার করেও কোনও লাভ হয়নি ডিলারদের। তাই দুয়ারে রেশন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন রেশন ডিলাররা। দাবি না মানা হলে তারা এই প্রকল্পে কোনও রকম সহযোগিতা করতে নারাজ। বৈঠকে ডিলারদের একাধিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রেশন ডিলারদের দাবি, আগে কুইন্টাল প্রতি ৭৫ টাকা কমিশন ছিল ডিলারদের। এখনও তাই আছে। কাজ ও দায়িত্ব বাড়লে কমিশনও বাড়া উচিত। দুয়ারে রেশনের জন্য লোক নিয়োগ করা হলে তাদের পারিশ্রমিক কী হবে কে দেবে তা এখনও স্পষ্ট নয়। এই প্রকল্পেরজন্য তাঁদের বাড়তি খরচ হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

Mailing List