ছোটদের ছবি-ছড়া: চতুর্থ শ্রেণির শুভ্রদীপের তুলির ছোঁয়ায় ফুটে ওঠা কিছু ছবি
06 Dec 2022, 02:23 PM
ছোটদের ছবি-ছড়া: চতুর্থ শ্রেণির শুভ্রদীপের তুলির ছোঁয়ায় ফুটে ওঠা কিছু ছবি
ছোট্ট থেকেই পড়াশোনার পাশাপাশি ছবি আঁকাতেও সিদ্ধহস্ত এই খুদে পড়ুয়া। পড়ার ফাঁকে সূযোগ পেলেই রং-পেন্সিল নিয়ে বসে যাওয়া। তারপর কখনও প্রকৃতি, কখনও কার্টুন তো কখনও অন্য কিছু এঁকে চলে আপন মনে। তারই কয়েকটি ছবি আজ দেওয়া হল।
খুদে শিল্পীর নাম শুভ্রদীপ সামন্ত।
ক্লাস- চতুর্থ শ্রেণি
স্কুল- বিদ্যাসাগর বিদ্যাপীঠ
মেদিনীপুর শহর, পশ্চিম মেদিনীপুর।
শুভ্রদীপ সামন্ত
ছোটদের আঁকা ছবি বা লেখা ছড়া পাঠাতে পারেন ইমেলে। [email protected]