Solar Storm: মিলল সৌরঝড়ের ইঙ্গিত, বিপর্যস্ত হবে ফোন, বিদ্যুৎ, ইন্টারনেট পরিষেবা

Solar Storm: মিলল সৌরঝড়ের ইঙ্গিত, বিপর্যস্ত হবে ফোন, বিদ্যুৎ, ইন্টারনেট পরিষেবা
05 Sep 2023, 08:30 PM

Solar Storm: মিলল সৌরঝড়ের ইঙ্গিত, বিপর্যস্ত হবে ফোন, বিদ্যুৎ, ইন্টারনেট পরিষেবা

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ সৌরঝড় শুরু হওয়ার ইঙ্গিত দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার। যার ফলে পৃথিবীতে বিদ্যুতের ব্যবস্থা, স্যাটেলাইট সংযোগ ও সার্বিক যোগাযোগের ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে বলে সতর্ক করেছে এই সেন্টার।
সৌরঝড়ের (Solar storm)কারণে পৃথিবীতে আকাশে অদ্ভুদ সুন্দর অরোরাও দেখা যেতে পারে। তবে বিদ্যুতের সঞ্চালন লাইন, স্যাটেলাইট সংযোগ ও সার্বিক যোগাযোগের ব্যবস্থাও ব্যহত হতে পারে।
এই ঝড়টিকে মাঝারি মাত্রার (জি-১) উল্লেখ করে সংস্থাটি জানিয়েছে, সূর্যের তীব্র বাতাসের ঘূর্ণিতে আঘাতপ্রাপ্ত হতে পারে পৃথিবী। এতে ইন্টারনেট পরিষেবা ব্যাহত হতে পারে। বিশ্ব বর্তমানে এমন সব বৃহদাকারের সৌরঝড় মোকাবিলা করতে প্রস্তুত নয়। এই ঝড়ের কারণে সমুদ্রের তলার অপটিক ফাইবার বন্ধ হয়ে গিয়ে ইন্টারনেট(Internet)ব্ল্যাকআউটের পরিস্থিতি তৈরি হতে পারে।
এর আগে অবশ্য ১৯৮৯ সালে সৌরঝড় আক্রান্ত করেছিল পৃথিবীকে। যার ফলে কানাডা প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। এই পরিস্থিতিতে নয়া সৌরঝড়ের প্রভাব নিয়ে আশঙ্কায় বিজ্ঞানীরা। ২০২০ সালে সূর্য এর ১১ বছরের নতুন সাইকেল শুরু করে। এই সাইকেল ২০২৫ সালে চরম পর্যায়ে পৌঁছবে। এই অবস্থায় সৌরঝড়ের চোখরাঙানি থাকবে পৃথিবীর ওপর। বিশ্বের উপর শেষবার বড় আকারের সৌরঝড় আছড়ে পড়েছিল ১৭ বছর আগে।

Mailing List