উন্নয়নের এত প্রচার, তাহলে রাস্তার বেহাল দশা কেন? ক্ষোভে রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেগঙ্গায়

উন্নয়নের এত প্রচার, তাহলে রাস্তার বেহাল দশা কেন? ক্ষোভে রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেগঙ্গায়
17 Sep 2022, 12:30 PM

উন্নয়নের এত প্রচার, তাহলে রাস্তার বেহাল দশা কেন? ক্ষোভে রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেগঙ্গায়

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, দেগঙ্গাঃ দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে রাস্তা। হুঁশ নেই প্রশাসনের। বারবার অভিযোগ জানিয়েও মিলছে না প্রতিকার। ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অথচ নিত্যদিন এলাকা জুড়ে চলছে শাসক দলের নেতাদের উন্নয়ন প্রচার। অভিযোগ, গ্রামের হাজার হাজার মানুষের নিত্যদিনের সমস্যায় উদাসীন ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকেরা। অবশেষে তিতিবিরক্ত হয়ে বেহাল রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে দেগঙ্গার নুরনগর গ্রাম পঞ্চায়েতের খেজুরডাঙ্গা গ্রামে। প্রায় ঘন্টাখানেক ধরে চলে বিক্ষোভ। পরে পুলিশ গিয়ে রাস্তার সমস্যার সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েতের খেজুরডাঙ্গা থেকে গাঙআটি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তাটি জেলা পরিষদের। আশপাশের চারপাশটি গ্রামের কয়েক হাজার মানুষের লাইফ-লাইন এই রাস্তা। তাদের যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশা বলে অভিযোগ গ্রামবাসীদের। ঝামা, ব্যটস উঠে গিয়ে নিচের মাটি উঠে এসেছে। ছোট বড় খানা-খন্দরে ভরা। বৃষ্টির জলে কর্দমাক্ত হয়ে গেছে গোটা রাস্তা। সাইকেল বাইক নিয়ে তো দূরের কথা পায়ে হেঁটে যাতায়াত করতেই নাজেহাল হতে হয় গ্রামবাসীদের। ফলে দুর্ঘটনাও নিত্য দিনের সঙ্গী গ্রামবাসীরদের। প্রসাশনের এই উদাসীনতার প্রতিবাদেই গ্রামবাসীরা বেহাল রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখান।

গৃহবধু জাহিদা বিবি, রহিমা খাতুন বলেন, রাস্তার হাল এতটাই খারাপ যে ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে যেতে চায় না। জোর করে তাদের স্কুলে পাঠাতে হয়। কিন্তু বেহাল রাস্তায় পড়ে গিয়ে কাদা মেখে মাঝ রাস্তা থেকে সব ফিরে আসে। বাড়িতে আত্মীয়দের দাওয়াত দেওয়া বন্ধ হয়েছে এই রাস্তার জন্য। অসুস্থ রোগীদের রাস্তাদিয়ে ডাক্তার বস হাসপাতালে নিয়ে গেলে তারা আরও অসুস্থ হয়ে পড়ছে।

এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা পরিষদের কর্মাধক্ষ্য একেএম ফারহাদ বলেন, দেগঙ্গায় অনেক উন্নয়ন হয়েছে। এই রাস্তা ইতিমধ্যেই সংস্কারের জন্য জেলা পরিষদে প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুত এর সংস্কারও হবে বলে আশ্বাস দেন ফারহাদ। তবে দ্রুত সংস্কারের সময়সীমা কতদিনের সে বিষয়ে সন্দিহান গ্রামবাসীরা।।

Mailing List