এশিয়াডে সোমবার সোনার লক্ষ্যে নামছেন স্মৃতিরা

এশিয়াডে সোমবার সোনার লক্ষ্যে নামছেন স্মৃতিরা
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: এশিয়াডে সোমবার সোনার লক্ষ্যে নামছে ভারতীয় মহিলা দল। সেমিফাইনালে বাংলাদেশকে হারানোর পর ফাইনালে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।এদিন বাংলাদেশকে আট উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। এশিয়ান গেমসের ফাইনালের টিকিট পাকা করে ফেলেছে ভারতীয় দল। চিনের হ্যাংঝাউ এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশকে মাত্র ৫১ রানে আটকে দেয় ভারতীয় বোলিং বিভাগ।সেমিফাইনাল ভারতের বোলারদের মধ্যে পূজা বস্ত্রকর ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। ফলে স্মৃতি মান্ধানার দলের বোলিং মেশিনকে নিয়ে শুরু হয়েছে চর্চা।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৫২ রান তুলে নেয় ভারতীয় দল। এবার ভারতের লক্ষ্য সোনার পজক জয়। নির্বাসনে থাকায় প্রথম ম্যাচের পর এই ম্যাচেও খেলতে পারেননি ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। ফলে দলকে নেতৃত্ব দেন স্মৃতি মান্ধানা।
এশিয়ান গেমসের মঞ্চে ভারতীয় সিনিয়র মহিলা দলের জার্সিতে অভিষেক হল বাংলার তিতাস সাধুর । তিতাস ব্যান্ডেলের মেয়ে, তিনি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলেরও অন্যতম সদস্যা ছিলেন।
লক্ষ্য ছিল মাচ্র ৫২ রান। কিন্তু এই রান তুলতেই ভারতকে খোয়াতে হল দুটি উইকেট। এই ম্যাচে ব্যাট হাতে রান পেলেন না অধিনায়কত্বের দায়িত্বে থাকা স্মৃতি। মাত্র ৭ রান করেই আউট হয়ে যান স্মৃতি। অন্য ওপেনার শেফালি বর্মা ২১ বলে ১৭ রান করে আউট হন। অপরাজিত ২০ রান করে দলের ফাইনালের টিকিট নিশ্চিত করেন জেমাইমা রডরিগেজ়।


