বিয়ের মরশুমে সাত পাকে বাঁধা পড়লেন ছোটপর্দার অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়!

বিয়ের মরশুমে সাত পাকে বাঁধা পড়লেন ছোটপর্দার অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়!
20 Jan 2023, 10:33 PM

বিয়ের মরশুমে সাত পাকে বাঁধা পড়লেন ছোটপর্দার অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়! 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: এখন আর তিনি অভিনেত্রী নন। তাঁকে প্রাক্তন বলাই ভাল। বিয়ের মরশুমে সাত পাকে বাঁধা পড়েছেন বাংলা সিরিয়ালের অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। বিয়ের পর সিয়াটেলে চলে যাচ্ছেন অভিনেত্রী। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়রকে বিয়ে করেছেন। তাঁর আগামী জীবনের লক্ষ্য গুছিয়ে সংসার করা। ১৯শে জানুয়ারি ছাদনা তলায় বসেন রুশা। সেই ছবিও তিনি শেয়ার করেছেন। স্বামী এবং আমন্ত্রিতদের পাশে দাঁড়িয়ে ছবি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। তাঁর পরনে লাল শাড়ি, সোনার গয়না এবং ফুলের মালা দেখে সকলের ভাল লেগেছে।

সংবাদমাধ্যমকে আগেই রুশা জানিয়েছেন, বাবা-মায়ের পছন্দ করা পাত্রকেই বিয়ে করেছেন তিনি। তাঁরই সঙ্গে পরবর্তীতে প্রেম হয় এবং তারপর বিয়ে করেন দু’জনে। রুশার স্বামীর নাম অনুরণ রায়চৌধুরী। ওয়াশিংটনের সিয়াটেলেই তিনি থাকেন। সেখানেই চাকরি করেন। রুশাও ফেব্রুয়ারিতে দেশ ছেড়ে সেখানে চলে যাবেন পাকাপাকিভাবে।

রুশার অভিনয় কেরিয়ার ১৩ বছরের। কিছুদিন আগেই 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকে অতিথি শিল্পী হয়ে এসেছিলেন। 'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিকে অভিনয় করেছেন। তাঁর অভিনয় কেরিয়ারের মাইলফলক বলা যেতে পারে 'তোমায় আমায় মিলে' ধারাবাহিকে ঊষসী চরিত্রটি। তিনিই ছিলেন সেই হিট সিরিয়ালের নায়িকা। পরবর্তীকালে হিন্দিতেও রিমেক হয়েছে সিরিয়ালটি। এক মেধাবী গৃহবধূর আইপিএস অফিসার হয়ে ওঠার কাহিনি বলেছিল সেটি। তবে রুশাকে প্রথম দর্শক দেখেন 'ওগো বধূ সুন্দরী' ধারাবাহিকে ঋতাভরী চক্রবর্তীর বোনের চরিত্রে।

Mailing List