SLIPPER : আশীর্বাদ নয় জুটল ‘জুতো’

SLIPPER : আশীর্বাদ নয় জুটল ‘জুতো’
20 Nov 2023, 07:00 PM

SLIPPER : আশীর্বাদ নয় জুটল ‘জুতো’

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ ভোট বড় বিষম বস্তু। ভোট চাইতে এবং জয়লাভ করতে কত কিছু না করতে হয় নেতাদের। মধ্য প্রদেশে (madhyapradesh)ঘটে গেল এরকমই এক আজব ঘটনা। একটি ভিডিওতে দেখা গেল রতলমের কংগ্রেসের প্রার্থী পারশ সাকলেচা মুখে হাসি নিয়েই এক ফকিরের জুতো খাচ্ছেন।
এর কারণ হিসেবে জানা গিয়েছে সাকলেচা ২০১৩ এবং ২০১৮ ভোটে হেরে গিয়েছেন। তাই তিনি স্থানীয় এক ফকিরের (Fakir)কাছে তাঁর আশীর্বাদ নিতে গিয়েছিলেন। যদি এবারের ভোটে তিনি জেতেন। কিন্তু এখানেও তার কপাল খারাপ। প্রবীণ ওই ফকির যিনি আব্বা বলে পরিচিত, তিনি আশীর্বাদের বদলে সাকলেচাকে টানা জুতোপেটা করলেন।
স্থানীয় সূত্রে খবর, ফকিরের কাছে অনেকেই তাঁর আশীর্বাদ নিতে যান। তিনি যদি আশীর্বাদ দেন তাহলে নাকি শুভ হিসাবে বিবেচিত হয়। তার বদলে ফকিরকে জুতো এবং লুঙ্গিও অনেকে উপহার দেন। যদিও ফকিরের জুতো খাওয়ার পর সাকলেচা জানিয়েছেন তার ওপর শয়তানের ছায়া ছিল যা সরিয়ে দেওয়ার জন্যই ফকির বাবা তাকে জুতোপেটা করেছেন। বিষয়টি যে হাসির খোরাক হয়েছে, তা বোঝা যাচ্ছে বিরোধী শিবিরকে দেখে।

Mailing List