ত্বকের দাগছোপ হবে দূর এই ফেস প্যাকে

ত্বকের দাগছোপ হবে দূর এই ফেস প্যাকে
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ গরমে ত্বকের সমস্যা যেন বাড়তেই থাকে। সান বার্ন, সান ট্যান লেগেই থাকে। রইল ঘরোয়া ফেসপ্যাকের হদিশ। এগুলোর ব্যবহার করে আমাদের মা-ঠাকুমারা ঘরেই প্রাকৃতিক উপায়ে রূপচর্চা করতেন। নিয়মিত এগুলির ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বাড়ে, সেই সঙ্গে বয়সের ছাপও মুছে যায়।
প্রথম যে ফেসপ্যাকটি রয়েছে সেটি সকলেই ব্যবহার করতে পারেন। তবে তৈলাক্ত ত্বক যাদের তারা ব্যবহার করলে বেশি উপকার পাবে। এক টেবিল চামচ চন্দন গুঁড়ো, দুই টেবিল চামচ বেসন, ১/২ চামচ হলুদ গুঁড়ো এবং দুই টেবিল চামচ শশার রস মিশিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর এটা মুখে মেখে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
এই ফেসপ্যাক ব্যবহারের পর কোনও ক্লিনজার ব্যবহার করা যাবে না। এটি প্রাকৃতিকভাবে আপনার মুখ গভীরভাবে পরিষ্কার করে। দ্বিতীয় ফেসপ্যাকের জন্য নিতে হবে ৬ টি আমন্ড, দুধের সর বা কাঁচা দুধ, এক টেবিল চামচ তুলসী পাউডার, তিন টেবিল চামচ বেসন, ২ টেবিল চামচ চন্দনের গুঁড়ো, ১/২ চামচ হলুদ এবং এক টেবিল চামচ নারকেল তেল। এই ফেসপ্যাক যাদের শুষ্ক ত্বক তারা ব্যবহার করলে ভাল ফল পাবেন।


