বোলারদের তালিকায় শীর্ষে উঠে এল সিরাজ, উন্নতি গিলের

বোলারদের তালিকায় শীর্ষে উঠে এল সিরাজ, উন্নতি গিলের
20 Sep 2023, 07:40 PM

বোলারদের তালিকায় শীর্ষে উঠে এল সিরাজ, উন্নতি গিলের

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগেই বোলারদের মধ্যে এক নম্বর জায়গা ফিরে পেলেন সিরাজ। ৬৯৪ রেটিং নিয়ে শীর্ষে সিরাজ। এশিয়া কাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া কুলদীপ যাদব অবশ্য ৩ ধাপ নেমে গিয়েছেন। ৬৩৮ রেটিং নিয়ে ৯ নম্বরে কুলদীপ।

এশিয়া কাপ ফাইনালে মারাত্মক স্পেলের জন্য আইসিসির ওয়ানডে বোলারদের ক্রমতালিকায় এক নম্বরে উঠে এলেন ভারতের পেসার সিরাজ। এর আগে র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে ছিলেন হায়দরাবাদের বোলার। দ্বীপরাষ্ট্রের ফাইনালে দুরন্ত বোলিংয়ের জন্য এখন আট ধাপ উপরে উঠে এসেছেন তিনি। সিরাজ এক নম্বরে। দুইয়ে নেমে গিয়েছেন  অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড। তিনে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। চার ও পাঁচ নম্বরে দুই আফগান স্পিনার-মুজিব উর রহমান ও রশিদ খান।

ব্যাটসম্যানদের তালিকায়  শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দ্বিতীয় স্থানে শুভমান গিল। তবে গিল এবং বাবরের মধ্যে পয়েন্টের ব্যবধান ক্রমশ কমছে। শীর্ষস্থানে থাকা বাবরের পয়েন্ট ৮৫৭, দ্বিতীয় স্তানে থাকা গিলের পয়েন্ট ৮১৪। প্রথম দশে রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।

এদিকে প্রকাশ্যে এল রোহিতদের বিশ্বকাপের জার্সি। টিম ইন্ডিয়ার কিট স্পনসর অ্যাডিডাসের পক্ষ থেকে নতুন জার্সির নকসা কার হয়েছে। বিশ্বখ্যাত এই সংস্থার তৈরি করা জার্সি পরেই ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামবে ভারতীয় দল। বর্তমানে যে জার্সি পরে সীমিত ওভারের ক্রিকেট খেলে ভারতীয় দল সেটাই মূলত একই রাখা হয়েছে। তবে চমক রয়েছে একটি জায়গায়। ক্রিকেটারদের জার্সির কাধের অংশে তেরঙ্গা পতাকার রঙকে যুক্ত করা হয়েছে।

Mailing List