কার্নিভালে চাকরি প্রার্থীদের আন্দোলন ঢাকা পড়া নিয়ে চিৎকার করলেন শুভেন্দু, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কত রকমের বাদ্যযন্ত্র বাজাতে জানেন সেটা দেখেছেন কী?

কার্নিভালে চাকরি প্রার্থীদের আন্দোলন ঢাকা পড়া নিয়ে চিৎকার করলেন শুভেন্দু, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কত রকমের বাদ্যযন্ত্র বাজাতে জানেন সেটা দেখেছেন কী?
08 Oct 2022, 11:49 PM

কার্নিভালে চাকরি প্রার্থীদের আন্দোলন ঢাকা পড়া নিয়ে চিৎকার করলেন শুভেন্দু, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কত রকমের বাদ্যযন্ত্র বাজাতে জানেন সেটা দেখেছেন কী?

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: এসএসসিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে নানা কথা এখন সবার জানা। শিক্ষক-শিক্ষামকর্মীরা কিভাবে চাকরি পেয়েছে‌ন, তাও বুঝে গিয়েছেন সকলে। আদালতের নির্দেশ এখন নিরক্ষর মানুষও পড়ে ফেলেছেন নিজের কানে।

তার মধ্যেও একাংশ আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন পুজোর মাঝেও। গান্ধীমূর্তির পাদদেশে আন্দোলন চলছিল। শুধু উঠতে হয়েছিল দুর্গাপুজোর কার্নিভালের জন্য। তা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেহেতু আদালতের নির্দেশে আন্দোলনকারীরা আন্দোলন চালাচ্ছিলেন তাই তাঁদের ওঠা উচিত নয় বলেও মতামত প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। এমনকী, সে বিষয়ে পুলিশ জোর করছে বলেও সোশ্যাল মিডিয়ায় পুলিশের নির্দেশিকার ছবিও দেন।

যাই হোক, সে তো গেল। ধর্ণা মঞ্চ সাদা কাপড়ে ঘেরা হল। তারপর শুরু হল কার্নিভাল। সেখানে জাদু দেখালেন মুখ্যমন্ত্রী। সে জাদুর মধ্যে কী ছিল? দেখা গেল, তিনি অনেক ধরণের বাদ্যযন্ত্র বাজাতে জানেন। নিজে সব বাজিয়ে দেখালেনও। সে ছবি না দেখলে বিশ্বাস করা কঠিন। একবার সেই ছবি তুলে ধরা যাক।

বিরোধীরা প্রশ্ন তুললেই পারেন, আন্দোলনরত চাকরি প্রার্থীদের পুজোর সময়েও আন্দোলন চালিয়ে যাওয়া, বাড়িতে থাকা ছোট্ট কোলের শিশুকে সময় না দেওয়ার তীব্র যন্ত্রণা কী এভাবেই ঢাকলেন তিনি। তার উত্তর দেবে সময়।

 

Mailing List