ইন্দোরের মাঠে জোড়া শতরান, চিন্তা কমালেন শ্রেয়স  

ইন্দোরের মাঠে জোড়া শতরান, চিন্তা কমালেন শ্রেয়স   
25 Sep 2023, 09:30 AM

ইন্দোরের মাঠে জোড়া শতরান, চিন্তা কমালেন শ্রেয়স

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ইন্দোরের মাঠে এক যুগ আগে ভারতীয় দল ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ওই ম্যাচে বীরেন্দ্র সেওয়াগ ২১৯ রান করেন। ভারত তোলে ৪১৮/৫। ভারত তারপরেও ৪০০ রানের ইনিংস খেলেছে পাঁচবার। আবার চারশ রানের নিচে শেষ করে ছয়বার। এবারও তারা এক রানের জন্য ৪০০ রান করতে পারল না।

চোট ,সারিযে দুরন্ত শতরান করলেন শ্রেয়স। ইন্দোরে ব্যাট করতে নেমে প্রথম বল থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন শ্রেয়স। তার ফলও পান। সেই সময় কেমন মানসিকতা ছিল তাঁর। শ্রেয়স বলেন, ''আমি খুব জোরে শট মারার চেষ্টা করছিলাম না। আমার লক্ষ্য ছিল টাইমিং করা। সামনের দিকে খেলার চেষ্টা করেছি। বল দেখে খেলার চেষ্টা করেছি। তাতেই সফল হয়েছি।''এদিকে কাপ যুদ্ধ যত এগিয়ে আসছে তত চিন্তা বাড়ছে রোহিত শর্মাও রাহুল দ্রাবিড়ের। এটা অবশ্য ভালো চিন্তা। এবার ভারতীয় টিম ম্যানেজমেন্টের চিন্তা এবার বাড়িয়ে দিলেন শ্রেয়স।

৬টি চার ও ৪টি ছক্কায় শেষ পর্যন্ত ১০৪ রান করে আউট হন গিল। ২০২৩ সালে এখনও পর্যন্ত ওডিআইয়ের ২০টি ইনিংসে তিনি ৫টি সেঞ্চুরি এবং ৫টি হাফ সেঞ্চুরি করেছেন।

এতদিন অবধি বিরাট কোহলির নামের পাশে একটি বিশেষ রেকর্ড ছিল। অজিদের বিরুদ্ধে ওডিআই ফরম্যাটে ভারতীয়দের মধ্যে দ্রুততম অর্ধশতরান করার রেকর্ডটি প্রাক্তন ভারতীয় অধিনায়ক নিজের নামেই ধরে রেখেছিলেন। তিনি ওই কাজটা করেছিলেন ২৭ বলে। কিন্তু আজ স্কাই হাফসেঞ্চুরি করলেন ২৪ বলে।

Mailing List