শ্রমণা সিংহের দু’টি কবিতা, বৃষ্টি তোমাকে চাই ও মনের টানে

শ্রমণা সিংহের দু’টি কবিতা, বৃষ্টি তোমাকে চাই ও মনের টানে
বৃষ্টি তোমাকে চাই
আষাঢ় এসে চলে গেলো
শ্রাবণ মধ্য গগনে।
বর্ষার দেখা কেউ পেলো
কেউ থাকলো স্বপনে।।
সবই কেমন পাল্টে যাচ্ছে
সময়ে কিছুই হয়না,
বর্ষার দিন বৃষ্টি বিহীন
মনে ধরছে বায়না।।
বৃষ্টি তোমার কত কাজ
আছো কোথায় তুমি??
তোমার জন্যই মেঘের সাজ
কিন্ত তুমি কোথায় তুমি???
তোমায় ভেবে কবির কবিতা
তোমায় ঘিরে উৎসব !!
তোমায় ছাড়া কবিতার খাতা
শূন্যই কেমন সব!!
এসো বৃষ্টি ভিজিয়ে দাও
তোমার বারি ধারায়
আমরা সবাই স্নাত হই
রুপালি জলের মায়ায়।।
..........
মনের টানে
ভরা এই ঘন শ্রাবণে
ভ্রমরা এল ফুলের বনে।।
আজি মোর পোহাল নিশি
এনেছে সে মালা সাজি।।
এমন এক মধুর ভোরে
মন আমার কেমন করে!!
ভেসে আসে মধুর বাঁশি
আমি যে হই উদাসী।।
কোথা আছো কোথা তুমি?
দেখা দাও ওগো স্বামী!!
চলো যাই তোমার সনে
প্রেমেরই বৃন্দাবনে।।
বসে বসে জমুনা তীরে
বাঁশি শুনি ধীরে ধীরে।


