শ্রমণা সিংহের কবিতা- অচেনা তুমি  

শ্রমণা সিংহের কবিতা- অচেনা তুমি   
24 Sep 2023, 02:30 PM

শ্রমণা সিংহের কবিতা- অচেনা তুমি

 

অচেনা তুমি

 

এক অন্য রকম তুমি, যেই তোমাকে আমি চিনতাম এই তুমি আমার সেই তুমি নও ...

 

অনেক অনেক বদলে যাওয়া তোমার কথা যা কখনও কোনদিনও বলিনি কাউকে, হ্যাঁ আজ! হ্যাঁ আজই বলি সেই না বলা এলোমেলো হয়ে যাওয়া মনের লুকানো কথাগুলো!!

 

কিভাবে এমনটা হলো তা আমি সত্যিই জানিনা..

চেষ্টা করছি রোজ রোজ তোমার বদলে যাবার কারণ অনুসন্ধান করতে!!

 

মন টা আমার ভালো নেই একদম, এই অচেনা তোমাকে দেখতে দেখতে!

 

যখনই তোমায় জিজ্ঞেস করছি  কি হয়েছে গো তোমার? তখনই তুমি বলেছো কই কিছু হয়নি তো!!

আমিও চাইছি তোমার কথা বিশ্বাস করতে কিন্ত পারছি কই!!

 

দিন দিন তোমার অবহেলায় উদাসীনতায় আমার মনে অজস্র প্রশ্নের ভিড় জমছে জানো !

 

তা কিরে তোমায় কে বোঝায় !!

 

কী থেকে যে  কি হয়ে যায় কেউ জানেনা।

 

ভালোবাসার মানুষ বদলে গেলে সেটার চেয়ে খারাপ আর কি বা হতে পারে?

 

ভালোবাসার সাথেই তো আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছিলে

বহু বছর ধরে!!

সেই ভালোবাসার অপমান কি সহ্য করা যায় তুমি বলো??

 

একবার মনে আছে তোমার যখন আমি তোমাকে

বলেছিলাম, আমি বাইরে চলে যাচ্ছি অফিস থেকে

পাঠাচ্ছে আমায়!!

 

সেই সময় পাগলের মত ছটফট করেছিলে তুমি,

সারারাত ঘুমোতে পারিনি কেউ!!

 

আমাকে মুড়ে দিয়েছিলে তোমার ভালোবাসার চাদর দিয়ে...

 

পারিনি সেদিন তোমায় ছেড়ে দূর শহরে পাড়ি দিতে।

 

আজ সেই কথাটাই বড় ভাবাচছে আমায়!!!

 

কেন? বলো কেন?

তবে সবই কি শুধুই অভিনয় তোমার???

বলো? শুধু একবার বলো!!

আবার কি আগের মত পাবো তোমাকে?

তোমার মনে যেখানে যত্নে রাখবে আমাকে!!

............

       

 

অভিমানি মন

 

সোনা রোদের গান শোনা হয়না বেশ কিছুদিন

 বৃষ্টিরা ধরেছে তাদের সুরে রিমঝিম রিমঝিম!!

 

রিমঝিম ঝিম বৃষ্টির সুর কি ভাল্লাগে একটানা?

তাই তো তোমায় চাইছি মিঠে রোদ্দুর সোনা!!

 

 টাপুর টুপুর সুরে, কখনও ঝিরঝির সুরে গাইছে,

জানো রোদ্দুর আমার ভীষণ তোমায় মনে পড়ছে!!

 

কবে আসবে তুমি আবার রোদ্ ঝলমল দিনে!!

সত্যিই বলছি এবার আমি রাখবো তোমায় কিনে!!

 

অঝোর ধারায় বৃষ্টি হলে মন খারাপের ইঙ্গিত

ভয় হয় তখন জল জমবে সবাই হবে শঙ্কিত।

 

মিনতি করছি বৃষ্টি তোমায় এবার তুমি যাও

রোদ্দুর কে পাঠিয়ে এবার খুশি ঢেলে দাও।

 

মা আসছে ঘরে ঘরে তাই খুশির অন্ত নাই,

তাই বলছি বৃষ্টি আমরা রোদ কে এবার চাই।

 

কখনও আবার মন খারাপে ডাকবো তোমায় ঘরে,

শুনিয়ো তখন মেঘমল্লার শুনবো পরাণ ভোরে।।

............

 

হারিয়ে ফেলা

 

ভেবেছিলাম তুমি বলবে, কিন্ত বললেনা !!

চেয়েছিলাম তুমি বুঝবে, কিন্ত বুঝলেনা!!

ডেকেছিলাম তোমার নাম ধরে, কিন্ত শুনলেনা!!

 

কথা দেওয়ার কথাগুলো আজ সব  অর্থহীন!!

 

মুখ থুবরে পরে গেছে তারা।

 

এমন ভাবে হাড় গুলো ভেঙ্গে গুঁড়িয়ে গেছে

আর কিছুতেই জোড়া লাগানো যাবেনা!!

 

জিজ্ঞেস করেছে জানো সবাই এত বড় দুর্ঘটনা কি ভাবে হল??

 

বলতে পারেনি কাউকে! কি করে বলে বলতো ভালোবাসার মানুষটাই যে দায়ি এই জন্য!

 

তার জন্যই আজ এমন করুন অবস্থা!

 

যে কথাগুলো  তুমি দিয়েছিলে, তার যে

একটা কথাও তুমি রাখতে পারলেনা!!!

 

ভুল ছিলো কী কোথাও?

 

কথা দেওয়া বা নেওয়াতে !!!

তবে কেন এমনটা করলে!!

 

যখন শুনলাম তুমি আবার ইচ্ছে করেই জড়িয়েছো তোমার নতুন সম্পর্কে, সেদিন মন থেকে মানতে

পারিনি। ভেবেছিলাম কেউ আমাদের সম্পর্ক টা

নষ্ট করে দেবার জন্য এমন খারাপ খারাপ কথা

বলছে!!

 

কেমন আছো খুব জানতে ইচ্ছে করে তোমার নতুন সম্পর্কে!!!!

 

নিশ্চয়ই খুব ভালোবাসো তাকে?

 

এখন বুঝি নীল রঙ আর ভালোবাসোনা !!

 

এখনও কি রাতে ঘুমানোর সময় সেই প্রিয় গান

 গুলো চালানো থাকে তোমার শোবার ঘরে?

 

আচ্ছা ফুলদানীর লাল গোলাপ গুলো বোধহয়

 রোজ তোমাকে বদলে দেয় কেউ আমার মত!!

 

রবিবার গুলো আর বাবুঘাটে আউট্রাম ঘাটে যেতে

হয় না আগের মত  নিশ্চয় তোমাকে?? 

 

পূজোর সময় চার চারটে দিন এক মুহূর্তের জন্যও

তুমি কাছ ছাড়া করতে না আমাকে !!

 

আজ সে সব গল্প কথা!!

 বলবে কি আর কোনদিন কেন এমন করলে তুমি!!

 

আজও আমি তোমার অপেক্ষায় থেকে গেলাম

নৈৠতের কালো মেঘের মত।।

Mailing List