শক্তিগড়ে শুট আউট, মৃত্যু কুখ্যাত কয়লা মাফিয়া রাজু ঝাঁর, জখম রাজুর এক সঙ্গীও

শক্তিগড়ে শুট আউট, মৃত্যু কুখ্যাত কয়লা মাফিয়া রাজু ঝাঁর, জখম রাজুর এক সঙ্গীও
02 Apr 2023, 10:15 AM

শক্তিগড়ে শুট আউট, মৃত্যু কুখ্যাত কয়লা মাফিয়া রাজু ঝাঁর, জখম রাজুর এক সঙ্গী

 

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান

 

রাজ্যে অব্যাহত শুট আউটের ঘটনা। ডালখোলা, খড়গপুর ও কোচবিহারের পর এবার শুট আউটের ঘটনা ঘটলো পূর্ব বর্ধমানের শক্তিগড়ে। শনিবার ভর সন্ধ্যায় শক্তিগড়ে দুনম্বর জাতীয় সড়কের ধারে থাকা ল্যাংচার দোকানের সামনে এই শুট আউটের ঘটনাটি ঘটে। নীল রঙের অন্য একটি দাভি  চারচাকা গাড়িতে চড়ে আসা দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে সাদা রংয়ের ফরচুনা  গাড়িতে শওয়ার থাকা এক কয়লা মাফিয়া।  তার নাম রাজু ঝা।গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন ফরচুনা  গাড়িতে সওয়ার থাকা অপর এক আরোহী। আশঙ্কা জনক অবস্থায় তাকে উদ্ধার করে বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এই ঘটনায় ব্যাপক আতংক ছড়িয়েছে শক্তিগড় জাতীয় সড়কের ধারে থাকা ব্যবসায়ী মহলে। খবর পেয়েই ঘটনাচলে পৌঁছান জেলার পুলিশ সুপার কামনাশি সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিংহ সহ পুলিশের অন্যান্য উচ্চ পদস্থ  কর্তারা। ঘটনাস্থল এলাকা ব্যারিকেড করে রেখে পুলিশ শুরু হয়েছে আততায়ীদের খোঁজ।

শক্তিগড়ে জাতীয় সড়কের দু'ধারে রয়েছে ল্যাংচা সহ অন্যান্য মিষ্টান্ন বিক্রির একাধিক দোকান। সন্ধ্যার পর দূরদূরান্তে যাতায়াত করা গাড়ির আরোহীরা ওইসব ল্যাংচার দোকানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া সারেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী এদিন সন্ধ্যার সময় কলকাতা মুখি রোডে শক্তিগড়ের একটি ল্যাংচা দোকানের সামনে দাঁড়ায় সাদা রংয়ের একটি ফরচুনা গাড়ি। ওই গাড়ির আরোহীরা, গাড়ি থেকে নামতে না নামতেই নীলচে রঙের একটি চারচাকা গাড়ি সেখানে এসে দাঁড়ায়। নীলচে রঙের গাড়ি থেকে কয়েকজন নেমেই  দাঁড়িয়ে থাকা ওই ফরচূনা গাড়ির আরোহীদের লক্ষ্য করে পরপর গুলি চালায়। গুলি চালিয়ে নীলচে রঙের গাড়িতে চেপেই দুষ্কৃতীরা দ্রুত কলকাতা মুখি রোড ধরে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, কমবেশি ছয় রাউণ্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিতে ফরচুনা গাড়ির চালকের পাশের সিটে বসে থাকা একজন আরোহী এবং পেছনের শিটে বসে থাকা রাজু ঝা গুলিবিদ্ধ হন। বরাত জোরে রেহাই পেয়ে যান ফরচুনা গাড়ি চালক। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় । সেখাণে চিকিৎসকরা রাজু ঝা কে  মৃত বলে ঘোষণা করেন। অপর জনের হাতে গুলি লাগায় তিনি প্রাণে বেঁচে যান  আকস্মিক এই ঘটনায় স্তম্ভিত হয়ে যান ঘটনাস্থল এলাকায় থাকা মানুষজন। দুষ্কৃতী হামলার শিকার ফরচুগাড়ি চালক জানিয়েছে তারা দুর্গাপুর থেকে কলকাতা দিকে যাচ্ছিলেন।তবে তাদের গাড়িতে থাকা আরোহীদের পরিচয় সংবাদ মাধ্যমের কাছে এড়িয়ে যায় ফরচুনা গাড়ির চালক।

পুলিশের প্রাথমিক অনুমান এটি একটি গ্যা ওয়ারের ঘটনা হতে পারে। রাজু ঝাঁ কুখ্যাত কয়লা মাফিয়া হিসেবেই দুর্গাপুর এলাকায় পরিচিত ছিলেন। বিভিন্ন থানায় তার নামে অভিযোগ রয়েছে। সিআইডি ইতিপূর্বে থাকে গ্রেফতার করেছিল। ২০২১ শের বিধানসভা ভোটের আগে রাজু যা বিজেপিতে যোগ দেয়। বাম আমলে কয়লা পাচারে রাজু ঝায়ের হাতে খড়ি হয়। কয়লা পাচার নিয়ে এখন যে তদন্ত চালাচ্ছে তার স্ক্যানারেও রাজু ঝা ছিল বলে খবর। এমনই এক সময় রাজু ঝাকে কারা খুন করল তা নিয়ে রহস্য দানা বেড়েছে। তদন্ত নেমে পুলিশ শক্তিগড়ের ঘটনাস্থল এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করার পাশাপাশি জাতীয় সড়ক ও সংলগ্ন সড়ক পথ গুলিতে নাকা চেকিং শুরু করেছে। পালসিট টোল প্লাজার সিসিটিভি ফুটেজ ও পুলিশ ক্ষতি দেখা শুরু করেছে। অন্যান্য জেলার পুলিশকেও আততায়ীদের বিষয়ে খবর দেয়া হয়েছে। ভিন জেলার পুলিশ ও আততায়ীদের গাড়ি ধরার জন্য পথে নাকা চেকিং শুরু করেছে।

জেলা পুলিশ সুপার কামনাশির সেন রাতে জানিয়েছেন জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। আততায়ীদের ধরার চেষ্টা চলছে।

Mailing List