সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের জল্পনা উস্কে দিলেন শোয়েব মালিক

সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের জল্পনা উস্কে দিলেন শোয়েব মালিক
04 Aug 2023, 08:00 PM

সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের জল্পনা উস্কে দিলেন শোয়েব মালিক

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: সানিয়া-শোয়েবের বিচ্ছেদের গুঞ্জন চলছে গতবছর থেকে। দু’জনকে বহুদিন একসঙ্গে দেখা যায় না। শোয়েব ছেলের সঙ্গে দুবাইয়ে গিয়ে সময় কাটান। সেইসব মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। তাতে সানিয়ার দেখা মেলে না। সানিয়ার অবসর, জন্মদিনের পার্টি বা যে কোনও অনুষ্ঠানে এখন আর মির্জা পরিবারের সঙ্গে সামিল হতে দেখা যায় না শোয়েবকে। দুবাইয়ে ছেলেকে নিয়ে একাই ঈদ পালন করতে দেখা গিয়েছে সানিয়াকে।

এরইমধ্যে শোয়েব মালিকের ইনস্টাগ্রাম থেকে উধাও স্ত্রী সানিয়া মির্জার নাম।  আগে তার বায়োতে লেখা ছিল, ‘আমি একজন মহামানবী, সানিয়া মির্জার স্বামী’। কিন্তু এখন তিনি সেই বায়োটির পরিবর্তন করে লিখেছেন ‘লাইভ আনব্রোকেন’।তার জায়গায় লিখেছেন, 'ফাদার টু ওয়ান ট্রু ব্লেসিং' (সত্যিকারের আশীর্বাদধন্য এক বাবা)। সানিয়ার নামটি সরিয়ে দেওয়ার পরেই জল্পনা বেঁধেছে। এত দিন পর্যন্ত দু'জনে নিজেদের সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি। কিন্তু শোয়েবের এই কাজ নতুন করে জল্পনা উস্কে দিল। যদিও শোয়েব নিজের কাজের কোনও ব্যাখ্যা দেননি।আর এরপরই শুরু হয়ে গিয়েছে ফিসফাস। অনেকেই মনে করছেন এই দুই ক্রীড়াবিদের মধ্যে বিশেষ কিছু ঠিক নেই। তাঁরা হয়তো বিচ্ছেদের পথে হাঁটছেন। তবে এটাই প্রথমবার নয়। এর আগেও একবার এমনটা রটেছিল। ২০২২ সালের নভেম্বর মাসে আচমকাই খবর রটে যায় শোয়েব এবং সানিয়া আলাদা থাকছেন। সেপারেশনে রয়েছেন তাঁরা।

২০১০ সালের ১২ এপ্রিল গাঁটছড়া বাঁধেন তাঁরা। কিন্তু বিয়ের মাত্র ১৩ বছরের মধ্যেই ফাটলের ইঙ্গিত মিলল।

Mailing List