ঝাঁ চকচকে সাদা গাড়ি, তল্লাশি করতেই হুগলি জেলা পুলিশের চোখ কপালে, এক কুইন্টাল গাঁজা!

ঝাঁ চকচকে সাদা গাড়ি, তল্লাশি করতেই হুগলি জেলা পুলিশের চোখ কপালে, এক কুইন্টাল গাঁজা!
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ঝাঁ চকচকে সাদা গাড়ি। যে ধরণের প্রাইভেট কারে সাধারণ ভদ্র মানুষের যাতায়াত। এবার তেমনই গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজা। একটি গাড়ি নয়, পরপর দু’টি গাড়িতে ছিল গাঁজা। সন্দেহ হতে পুলিশ গাড়ি দু’টি আটক করে তল্লাশি শুরু করে। তল্লাশি করতেই পুলিশের চক্ষু চড়কগাছ। দু’চার কেজি নয়, এক কুইন্টালেরও বেশি গাঁজা রয়েছে সেই গাড়িতে। গাড়ি দু’টি আটক করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় গাঁজা। ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার চণ্ডীতলা থানা এলাকায়।
পুলিশ জানিয়েছে, দুটি চার চাকার গাড়ি থেকে ১০৭ কেজি গাঁজা উদ্ধার করেছে। ধৃত ৮ মাদক পাচারকারী। কোত্থেকে গাঁজা পেয়েছে, কোথায় নিয়ে যাচ্ছিল, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, একদিন আগে বীরভূম থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ। সেখানে গাঁজার পরিমাণ ছিল ৬ কুইন্টালেরও বেশি। সেগুলি ট্রাকে করে নিয়ে আসা হচ্ছিল।


