মাঠের বাইরে পাক প্রাক্তনীকে জবাব দিলেন শামি  

মাঠের বাইরে পাক প্রাক্তনীকে জবাব দিলেন শামি   
09 Nov 2023, 10:00 AM

মাঠের বাইরে পাক প্রাক্তনীকে জবাব দিলেন শামি

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: মাঠে দুরন্ত পারফরম্যান্স করছেন। এবার মাঠের বাইরেও জবাব দিলেন মহম্মদ শামি। আক্রমণ এর জবাব দিলেন পাক প্রাক্তন বোলারকে।

বিশ্বকাপে ভারতের সাফল্য দেখে জ্বলছে বাকি দলগুলো। তার মধ্যে বেশি ফোস্কা পড়েছে যেন একাধিক প্রাক্তন পাক তারকার। তাঁদের মধ্যেই রয়েছেন হাসান আলি। আক্রমও তাঁর বক্তব্য শুনে মন্তব্য না করে থাকতে পারেননি। এ বার শামি  তো সরাসরি বলেই দিলেন, ‘একটু তো লজ্জা করো’… আর কী বললেন ভারতীয় তারকা শামি ?

নিজের ইন্সটাগ্রাম স্টোরিকে একাধিক ক্লিপিং শেয়ার করেন সামি। যেগুলো হাসান রাজার বক্তব্যের। তার উপর শামি লেখেন, ‘নিজের খেলায় নজর না দিয়ে ভুলভাল বকার আগে কিছু তো লজ্জা পাও। অন্যের সাফল্য কখনও উপভোগ করো। এটা আইসিসি বিশ্বকাপ, তোমাদের পাড়ার টুর্নামেন্ট নয়, আপনিও প্লেয়ার ছিলেন তো?’

ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে রয়েছেন সামি। তাঁর উপর হেনস্থার অভিযোগ তুলেছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী হাসিন জাহান। এছাড়াও সামির বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ এনেছিলেন তিনি। শামি ও পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছিলেন হাসিন। তবে ব্যক্তিগত জীবনের সমস্যা পেশাদার কেরিয়ারে পড়তে দেননি সামি। প্রকাশ্যে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য না করলেও শামি খেলার মধ্যে দিয়ে প্রমাণ দিয়েছেন।শুধু ভারতীয় বোলার নয়, বিশ্বকাপের ডিআরএস নিয়েও অদ্ভুত প্রশ্ন তুলেছিলেন হাসান রাজা। তিনি বলেন, “গত সাত ম্যাচে ভারতীয় দল কমপক্ষে সাত-আটটি ডিআরএস-এর সিদ্ধান্ত তাদের পক্ষে গিয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে ভারতীয় দল নিজেদের ঘরের মাঠে খেলার জন্য মাঠে থাকা আম্পায়ার ও তৃতীয় আম্পায়ারকেও হাত করে নিয়েছে!” এমন ভিত্তিহীন অভিযোগে মুখের উপর জবাব দিয়েছেন ভারতীয় পেসার।

Mailing List